শিল্প, সংস্কৃতি এবং বন্ধুত্বের অসামান্য মেলবন্ধন নিয়ে খামখেয়াল আয়োজন করছে “আর্ট অ্যান্ড আড্ডা”। ডিসেম্বরের শীতল পরিবেশে, ১৪ ও ১৫ তারিখে, কলকাতার খামখেয়াল বাড়ী, Amiya School of Photography-তে বসবে এই দুই দিনব্যাপী শিল্পোৎসবের আসর। এটি শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং এটি হবে শিল্প এবং আলোচনার এক অনন্য উৎসব।
প্রথম দিনে থাকবে তিনটি অনন্য প্রদর্শনী। প্রতিভাবান অভিনেত্রী, পরিচালক এবং লেখিকা অপরাজিতা ঘোষের প্রথম চিত্রশিল্প প্রদর্শনী প্রথম দিনের আয়োজনের অন্যতম আকর্ষণ। চলচ্চিত্র জগতের পর এবার তিনি তাঁর সৃজনশীলতার নতুন দিগন্তে পা রাখছেন। একই দিনে থাকছে খামখেয়ালের তিন আলোকচিত্রশিল্পী—সুমিত, বিতান এবং সর্বজিতের আলোকচিত্র প্রদর্শনী। তাঁদের ফ্রেমবন্দি মুহূর্তগুলো দর্শকদের চেনা-অচেনা দৃশ্যপটের সৌন্দর্যে মোহিত করবে। এর পাশাপাশি, লিনার সূচশিল্প প্রদর্শনীতে প্রকৃতির প্রতি তাঁর ভালোবাসার নিদর্শন ফুটে উঠবে। সূঁচ-সুতোর মাধ্যমে তিনি প্রকৃতির পাখি এবং সৌন্দর্যকে যেভাবে জীবন্ত করে তুলেছেন, তা এক কথায় অপূর্ব।
দ্বিতীয় দিনে থাকবে এক বিশেষ আলোচনার পর্ব। আলোচনায় উপস্থিত থাকবেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব। থাকবেন, টাইমস অফ ইন্ডিয়ার অভিজ্ঞ ফটোজার্নালিস্ট কৃষ্ণা রায়, যিনি তাঁর ক্যামেরায় বন্দী করেছেন ইতিহাসের বহু মূল্যবান মুহূর্ত। কৃষ্ণাদেবী ছাড়াও এই আলোচনায় যোগ দেবেন ঐতিহ্যবাহী আলপনা শিল্পকে আধুনিক শহরে পুনরুজ্জীবিত করা রত্নাবলী ঘোষ এবং গ্রামীণ বাংলার নারীশ্রম সংগীতের অমূল্য ঐতিহ্যকে ধরে রাখা চন্দ্রা মুখোপাধ্যায়। চন্দ্রার সংগ্রহ করা ৬,০০০টিরও বেশি গান সমাজ, ইতিহাস এবং নারীর সৃষ্টিশীলতার এক অমূল্য ভাণ্ডার।
এই আয়োজন প্রতিটি মুহূর্তে আপনার মন ভরিয়ে তুলবে শিল্পের মুগ্ধতা আর আড্ডার উষ্ণতায়। কফির কাপে চুমুক দিতে দিতে শিল্পের নান্দনিকতায় ডুবে যাওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না। অনুষ্ঠানের ঠিকানা, Amiya School of Photography, ১৮/এ বুধু ওস্তাগার লেন, কলকাতা – ৭০০০০৯। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। যদিও তৃতীয় তলার সিঁড়ি ভাঙার ঝক্কি পোহাতে হবে, তবে এই অভিজ্ঞতা আপনাকে কষ্ট ভুলিয়ে দেবে। খামখেয়ালের পক্ষ থেকে রইল আন্তরিক আমন্ত্রণ। শিল্পের এই উৎসব হয়ে উঠুক ডিসেম্বরের অন্যতম সেরা স্মৃতি।
Discussion about this post