২৮ ঘড়া জল এবং দেড় মন দুধে স্নান করে অসুস্থ হয়ে পড়েছেন মাহেশের জগন্নাথ দেব। এই মুহূর্তে মাহেশের জগন্নাথ মন্দিরেই চলছে তাঁর চিকিৎসা। সাবু ছাড়া কোনও খাবারই তাঁকে দেওয়া হচ্ছে না এবং কবিরাজের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। প্রতি বছর স্নানযাত্রার পর এভাবেই অসুস্থ হন জগন্নাথ।
তাঁকে সুস্থ করে তুলতে ঘাটাল,আরামবাগ এবং গোঘাট থেকে কবিরাজ আসেন। অঙ্গরাগ এবং মূর্তি সংস্কারের মাধ্যমে জগন্নাথ দেবকে সারিয়ে তোলেন তারা। রথের ঠিক দু’দিন আগে তিনি নবযোউবন লাভ করে থাকেন। মাহেশের রথযাত্রা এবার ৬২৪ তম বছরে পা রাখলেও করনা-আবহে এ বছর রথযাত্রা বাতিল করা হয়েছে, বসছে না মেলাও। তাই রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন জগন্নাথ দেব, এই চির পরিচিত দৃশ্য এবার দেখা যাবেনা। তবে জানা গিয়েছে, জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ মাসীর বাড়ি না গেলেও, শালগ্রাম শিলা মাসীর বাড়ি নিয়ে যাওয়া হবে।
Discussion about this post