পুরাণের অর্ধ সিংহ অর্ধ মানব হিরণ্যকশিপুর কথা বোধ করি আমরা অনেকেই জানি। বর্ণনা অনুযায়ী হিরণ্যকশিপুর মাথা ছিল সিংহের এবং ধরটি ছিল মানুষের, যাঁর কাছে ছিল সিংহের মতো তেজ। তবে এতো সিংহরূপী মানবের কথা কিন্তু বাস্তবে মানুষরূপী পাখির কথা কী শুনেছেন কখনো? নানা এক্ষেত্রে মানুষরূপী পাখি বলতে কিন্তু সুকুমার রায়ের “আবোলতাবোল”-এর কোনো পাখির ইঙ্গিত করা হচ্ছে না। আসলে বাস্তবে পাখির মতো উড়তে পারা মানুষ তথা চীনের বৌদ্ধিক সন্যাসীদের কথা বলা হচ্ছে।
চীনের আর্ট এবং কুংফুর খ্যাতি সারা বিশ্ব জুড়ে। ছোটদের কার্টুন সিনেমা ‘কুংফু পাণ্ডা’ই হোক কিংবা বড়োদের জন্য তৈরি করা কোনো হলিউডের কুংফু সিনেমাই হোক, ছোট বড়ো সকলেই আমরা এসব দেখে কুংফু সম্বন্ধে অবগত। আমরা এও দেখেছি নিশ্চয়ই অনেকেই লাফিয়ে বেশ উঁচুতে লাফাতে পারেন। কিন্তু রীতিমতো উড়তে পারা ব্যাপারটা বেশ আকর্ষণীয় এবং অবশ্যই একটি গভীর অধ্যাবসায়ের ফল। চীনের হেনান প্রদেশের সাং স্যাং পাহাড়ের উপরে এক নিরিবিলি অরন্যের মধ্যে শাওলিন নামের বৌদ্ধ মঠে এই প্রশিক্ষণটি দেওয়া হয়৷ দূর দুরান্ত থেকে দর্শক এবং পর্যটকেরা ছুটে আসে এই অভিনবত্বের টানে।
তবে এখানে একটি বিষয় না বললেই নয় যে এটি পুরোটাই দক্ষ প্রশিক্ষণ এবং বিজ্ঞানের যুগলবন্দি। এই মঠের মধ্যেই অত্যাধুনিক পদ্ধতিতে বিজ্ঞানকে কাজে লাগিয়ে একটি প্রেক্ষাগৃহ তৈরি করা হয়েছে। এই প্রেক্ষাগৃহে একটি বিশেষ টারবাইনের সাহায্যে প্রচুর পরিমাণে বাতাস উৎপন্ন করা হয়৷ বাকি কিছুটা যাকে বলে ভেলকি আর বাকিটা দীর্ঘ প্রশিক্ষণের ফল। এই প্রেক্ষাগৃহটিও বিজ্ঞান প্রযুক্তির একটি অদ্ভুত নিদর্শন। এটি কৃত্রিম পদ্ধতিতে এমন ভাবে তৈরি যেন মনে হবে প্রেক্ষাগৃহটি একটি পাহাড়ঘেরা জঙ্গলের মাঝে।
মানুষের উড়তে চাওরার ইচ্ছে আজকের নয়। অনেকেই আমরা ভেবে থাকি – ইস যদি একটা ডানা থাকতো! তবে এই জায়গায় ঘুরতে গিয়ে অনেকেই সেই সাধও মিটেছে। কারণ এখানে গেলে সাধারণ দর্শকদেরও অনুমতি আছে এই মজার অভিজ্ঞতা নেওয়ার। তবে মজার ছলেই হোক অথবা বিনোদনের টানে কিংবা পর্যটনের জন্য তৈরি শাওলিনের এই মঠের নাম গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয় কুংফু দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতেও কাজে লাগে যথেষ্ট। একজন কুংফু মাস্টার তথা সন্যাসী হতে যথেষ্ট পরিমাণে ধৈর্য এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও অধ্যাবসায় প্রয়োজন হয়৷ দেশের যেকোনো আপদকালীন এবং যুদ্ধ পরিস্তিতির জন্যেও ইনারা তৈরি থাকেন। তাই এই সন্যাসীরা শান্ত শিষ্ট স্বভাবের হলেও এঁদের অনুশীলনের আসল নিদর্শন সঠিক সময়ে পাওয়া যায়।
Discussion about this post