পৃথিবীর একেবারে সূচনা লগ্নে ডাইনোসর সহ যে সব প্রাণীদের অস্তিত্ব ছিল, কালের নিয়মে তারা সবাই নাম লিখিয়েছে বিলুপ্তির খাতায়। তবে আশ্চর্যের বিষয় হল, সেই যুগের একটি প্রাণী আজও টিকে রয়েছে পৃথিবীর বুকে। এর নাম ‘অলিভ রিডলে কচ্ছপ’। দুশো কোটি বছর ধরে রাজত্ব করে চলেছে এই ছোট্ট প্রাণীটি। সম্প্রতি এই খবরটি শেয়ার করে সবাইকে চমকে দিয়েছেন তামিলনাড়ুতে কর্মরত আইএএস কর্মকর্তা সুপ্রিয়া সাহু। এই কচ্ছপগুলির অস্তিত্ব রক্ষার কাজে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
সুপ্রিয়া সাহু ‘এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। এখানে দেখা যাচ্ছে, সদ্য ডিম ফুটে বেরনো অলিভ রিডলে কচ্ছপগুলিকে চেন্নাইয়ের বেসান্ত নগরের সৈকতে ছেড়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয়া দেবী বেশ কিছু অবাক করা তথ্য দিয়েছেন এদের সম্পর্কে। তিনি জানান, ডিম ফুটে বেরতে এদের সময় লাগে ৪৫-৬০ দিন। ডিমের খোলস ভাঙার কাজে এরা ব্যবহার করে এগ-টুথ বা ডিমের দাঁত। তিনি আরও জানান, কচ্ছপগুলির পেটে থাকে ঝিল্লিযুক্ত একটি কুসুম থলি। সমুদ্রের দিকে যাওয়ার সময় এবং সাঁতারের সময় প্রয়োজনীয় পুষ্টি এরা এখান থেকেই সংগ্রহ করে থাকে।
চেন্নাইয়ের মেরিনা বিচ এবং বেসান্ত নগর সৈকত ছাড়াও এদের অন্যান্য সমুদ্র সৈকতেও দেখতে পাওয়া যায়। যার মধ্যে উল্লেখযোগ্য ওড়িশার গহিরমাথা সামুদ্রিক অভয়ারণ্য, ওড়িশার রুশিকুল্যা সৈকত, গোয়ার গালগিবাগা এবং মহারাষ্ট্রের ভেলাস বিচ। এই অলিভ রিডলে কচ্ছপগুলি সারা বিশ্বের সামুদ্রিক কচ্ছপের নিরিখে দ্বিতীয় ক্ষুদ্রতম প্রজাতি। একদম ছোট অবস্থায় এদের খোলার রঙ ধূসর হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা জলপাই সবুজ রঙ ধারণ করে। এই রঙের জন্যই এদের এই নাম। সংখ্যায় প্রচুর হলেও এরা খুব দুর্বল জাতের প্রাণী। সেই কারণে এদের বাসস্থান বিশেষ সুরক্ষিত হওয়া প্রয়োজন।
এই প্রজাতির কচ্ছপদের ডিম পাড়ার সময় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। এরা সাধারণত সমুদ্র সৈকতের ধারে অন্ধকার জায়গায় ডিম পাড়ে। প্রতি হাজারটি ডিমে মাত্র একটি কচ্ছপের বেঁচে থাকার সম্ভাবনা থাকে। সম্প্রতি ২২,২১১টি অলিভ রিডলে কচ্ছপ চেন্নাই উপকূল বরাবর ছেড়ে দেওয়া হয়েছে। সুপ্রিয়া সাহুর পোস্ট ঘিরে ইন্টারনেট দুনিয়ায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে একজন লিখেছেন, “প্রকৃতির অলৌকিক সত্যি।” অন্য একজন লিখেছেন, “দুর্দান্ত তথ্য! আশা করব, বাচ্চা কচ্ছপগুলি সুস্থভাবে এবং নিরাপদে থাকবে।”
Discussion about this post