করোনার বিরুদ্ধে লড়তে বিশ্ব জুড়ে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ জারি হয়েছে। ফলে ঘরবন্দী সব মানুষই। কিন্তু এতে সমস্যায় পড়ছে তাদের সব সময়ের সঙ্গী পোষ্যগুলি। বাইরে বেরোনোর কোনও উপায় নেই। ফলে পোষ্যকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। এরকম পরিস্থিতিতে কিপ্রিয়ট ভ্যাকিস ডেমেট্রিউ নামে এক ভদ্রলোক একটি অভিনব উপায় বের করেছেন। গত সোমবার ‘ন্যাশানাল পাপি ডে’ উপলক্ষ্যে তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, একটি কুকুর ড্রোনের সঙ্গে হেঁটে চলেছে। নীচে ক্যাপশনে লেখা – “কোয়ারেন্টাইনের পঞ্চম দিন। বাড়িতে সুরক্ষিতভাবে থাকুন কিন্তু আপনার কুকুরটির খুশির কথা ভুলে যাবেন না।” আসলে স্বাস্থ্য আধিকারিকদের পরামর্শ মত তিনি ঘরে বন্দী। এদিকে তাঁর পোষা কুকুরটিকেও যে বাইরে ঘোরাতে হবে। নিজে বেরোনোর উপায় নেই, তাই ড্রোনের সাহায্য নিলেন তিনি। আমাদের চোখে পড়েছে আরও একটি ড্রোনের সাহায্যে কুকুরকে হাঁটানোর ভিডিও।
সোশ্যাল মিডিয়াটিতে ভিডিওটি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত চল্লিশ হাজারের বেশি শেয়ার হয়েছে এটি। এই ব্যতিক্রমী উদ্যোগটির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এমনকি ড্রোনের সাহায্যে কুকুরকে হাঁটানোর এই ভিডিওটি ‘ব্যাক টু দ্য ফিউচার পার্ট টু’ নামক একটি সিনেমার কথাও মনে করিয়ে দিচ্ছে। এ কথাও বলছেন কিছু সিনেমা প্রেমী।
চিত্র এবং তথ্য ঋণ – news3lv
Discussion about this post