নববর্ষ মানেই নতুন কিছু পরিকল্পনা, নতুন ভাবনা আর নতুন উদ্যোগ। আর সেই উদ্যোগকে মাথায় রেখেই গত শনিবার ব্যান্ডেল হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের তরফে দেখা গেল এক ভিন্ন উদ্যোগ। সমাজে বিশেষভাবে সক্ষম বহু প্রতিভাদের উৎসাহ দেওয়ার জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
দু’বছর আগে কোভিডকালীন পরিস্থিতির সময় থেকে তিন বন্ধুর হাত ধরে প্রথম এই সমাজসেবামূলক সংগঠনটির পথ চলা শুরু। এই সংগঠনের দুই বছরের পথ চলাকে পুঁজি করেই গত শনিবার আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রখ্যাত গায়িকা অ্যানি আহমেদ, সাহিত্যকর্মী অভিজিৎ পাল, পার্লে কোম্পানির পূর্বাঞ্চলীয় কর্তা দীপঙ্কর সরকার, সমাজসেবক পরিমল ব্যানার্জী, অধ্যাপক শিশির চ্যাটার্জী প্রমুখ। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তারা ছিলেন সঞ্জয় কুমার দাশগুপ্ত, সুবীর রায়, বিশাল রায়, সায়ন গুহ ঠাকুরতা, অনন্যা মুখার্জী, পারমিতা মন্ডলরা।
সম্পাদক বিশাল রায়ের কথায় সমাজে বিশেষভাবে সক্ষম যেসব প্রতিভা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তাঁদের শিল্পকে সম্মান জানাতেই এই অনুষ্ঠান। হাওড়া ও হুগলির প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এই বিশেষ প্রতিভাবানেরা অনুষ্ঠানের অংশ হয়েছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম ছিলেন জাতীয় সম্মান প্রাপ্ত খেলোয়াড় সাহেব হোসেনও।
আমাদের তথাকথিত সমাজের মূল স্রোত বলতে যা বুঝি তার বাইরে গিয়েও বহু মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের বলে সৃষ্টি করেন অনবদ্য সব নজির। সেগুলি নিয়ে আমরাই হয়তো থাকি উদাসীন। যদিও ব্যান্ডেল হিউম্যানিটি অ্যাসোসিয়েশন থাকল তাদেরই পাশে, যা সমাজকে দিল এক নতুন বার্তা। আশা করা যায়, আগামী দিনগুলিতেও তাদের আরও অভিনব ভাবনা দিয়ে দেশের প্রতিভাদের পাশে থাকবেন।
Discussion about this post