পথচারীদের চলার রাস্তার ওপরেই সাজানো গোছানো আস্ত এক লাইব্রেরি। অথচ নেই কোনও লাইব্রেরিয়ান। সেখান থেকে বিনামূল্যে ইচ্ছে মতো বই নেওয়া যাচ্ছে। তবে শর্ত একটাই! বই পড়ে তা ফেরত অবশ্যই দিতে হবে। জন-সাধারণের স্বার্থে রাস্তার ওপর এরকমই এক লাইব্রেরীর দেখা মিলল ভারতেরই প্রতিবেশী দেশে। পাকিস্তানে। হ্যাঁ, পাকিস্তানের অন্যতম কেন্দ্রবিন্দু করাচীর বুকেই গড়ে উঠেছে এমন এক লাইব্রেরী। সম্প্রতি পাকিস্তানের প্রথম ‘স্ট্রীট লাইব্রেরী’ হিসাবেও বেশ পরিচিত হয়েছে সেটি।
সপ্তাহের প্রতিটা দিন ২৪ ঘন্টাই খোলা থাকছে লাইব্রেরী। কোনও লাইব্রেরিয়ান নেই, তাই নেই নাম সই করে বই তোলারও কোনও ব্যাপার। উদ্দেশ্য একটাই! আপনি নিজের ইচ্ছামত বই নেবেন, তা পড়বেন, আবার সময় মতো তা ফেরতও করবেন। উল্লেখযোগ্য বিষয় এই যে, লকডাউনে যখন গোটা দেশ বন্ধ তখনও কিন্তু এক মূহুর্তের জন্য বন্ধ হয়নি এই লাইব্রেরী। প্রায় নিয়মিতই চলছে বই তোলা এবং তা পড়ে ফেরত দেওয়ার এই পদ্ধতি। নিয়মমাফিক তা মানা হচ্ছে বলেও সূত্রের খবর।
এই সুন্দর উদ্যোগটির জন্য প্রশংসায় মাতোয়ারা পাকিস্তানের মানুষ। উদ্যোগটিকে আরও সুদূরপ্রসারী করার জন্য এগিয়েও এসেছেন তারা। চলছে বই পড়া, অজানাকে জানার নিত্য সন্ধান। তার সঙ্গেই চলছে লাইব্রেরিটিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা। প্রতিবেশী এক দেশের এরকম এক অভিনব উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে উপায় কী!
Discussion about this post