২০০৬ সালে আজকের দিনে কবি চলে যান পরপারে। জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতাকে আধুনিকতার পথে ধাবিত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শামসুর রাহমান। ষাটের দশকের শুরুর দিকেই তাঁর কবি প্রতিভার বিচ্ছুরণে আলোকিত হতে থাকে সাহিত্যের ভুবন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তার দুটি কবিতা ‘স্বাধীনতা তুমি’ এবং ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ একই সঙ্গে পাঠক ও বোদ্ধাদের কাছে ব্যাপক জনপ্রিয় ও সমাদৃত। স্বাধীনতার পর পর প্রকাশ পায় তার সাড়া জাগানো কাব্য ‘বন্দী শিবির থেকে’। এরপর মৃত্যুর আগ পর্যন্ত আরও আন্তত ষাটটি কাব্যগ্রন্থ প্রকাশিক হয়েছে।
শামসুর রহমানের কবিতা থেকে বাংলাদেশের বিখ্যাত সংগীতশিল্পী জেমস এর কন্ঠে সেই বিখ্যাত গানটি মানুষের মনে জায়গা করে নেয়….
সুন্দরীতমা আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার নীলাকাশ রবে নিরুত্তর মানুষ আমি চেয়ে দেখ নীলাকাশ রবে নিরুত্তর যদি তুমি বল আমি একান্ত তোমার আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার ক্যামেলিয়া হাতে এই সন্ধায় ভালোবেসে যতখুশি বলতে পারো এই ফুল আমার ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল থাকবে নীরব আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার....
Discussion about this post