গোটা বিশ্বের নজর এখন রাশিয়া-ইউক্রেনেই আটকে। রাশিয়ার একের পর এক হামলায় একপ্রকার বিপর্যস্ত পড়শী দেশ ইউক্রেন। যুদ্ধের পারদ বাড়তে না বাড়তেই নিউ টাইমস, মিডিয়াজোনা, ইকো মোস্কভি সহ আরো বেশ কয়েকটি সংবাদপত্রের বিরুদ্ধে একটি নির্দেশিকা জারি করে। যেখানে স্পষ্ট করেই তারা বলেছে ইউক্রেনে রুশ সেনা অভিযান কোনোভাবেই ‘রুশ আক্রমণ’, ‘হামলা’ বা ‘যুদ্ধের সূচনা’ নয়! সংবাদমাধ্যমগুলি যাতে কথাগুলো সংশোধন করে নেয় সেই হুঁশিয়ারিই দিয়েছে রুশ প্রশাসন।
শনিবারে প্রকাশিত এই নির্দেশিকায় এক রুশ সংস্থা সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘মিথ্যে’ তথ্য পরিবেশনের অভিযোগ দায়ের করে। তারা জানায় রুশ সেনা অভিযানের ফলে ইউক্রেনে হতাহতের খবর থেকে শুরু করে শহর-নগর ধ্বংস সকল তথ্যই নাকি ‘ভুল’। ভুল তথ্যের ফলে সাধারণের মনে রাশিয়ার প্রতি বিরূপ মনোভাব জন্ম নিচ্ছে। এতে নষ্ট হচ্ছে রাশিয়ার ভাবমূর্তি! ফলে সংবাদমাধ্যমগুলির উপর একপ্রকার চাপ সৃষ্টি করেই কথাগুলি মুছে দিতে চাইছে রাশিয়া। এর পরেও যদি সংবাদমাধ্যমগুলি পুনরায় একই ভুল করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই হুমকি দেয় রোসকোমনাডজোর।
নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে যতই চেষ্টা করুক না কেন, রাশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র হচ্ছে নিন্দার ঝড়। পালের হাওয়া কোন দিকে বয় সেখানেই নজর এখন বাকি বিশ্বের।
Discussion about this post