ধরুন এটিএম থেকে আপনি টাকা বের করতে গেলেন. ওমা একী কাণ্ড! দেখলেন টাকা নয়, চাল বের হচ্ছে সেই অটোমেটেড টেলার মেশিন দিয়ে। কি বিশ্বাস হচ্ছে না তো? ভাবছেন কী এক গাঁজাখুরি গল্প লিখছি। নাহ গল্প নয়, বাস্তবেই এই দৃশ্য দেখা যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনাম দেশটিতে। করোনার দাপটেও হাতে গোনা যে কয়টি দেশে মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত শূন্য, তার মধ্যে অন্যতম ভিয়েতনাম। ভাইরাসের বিস্তার যাতে আর না বাড়তে পারে, সেজন্য তুয়ান আন নামে ওই দেশেরই এক যুবকের উদ্যোগে গড়ে উঠেছে এই এটিএম। নাম দেওয়া হয়েছে রাইস এটিএম।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারি নির্দেশে ভিয়েতনাম জুড়ে চলছে ১৫ দিনের কর্মসূচি। ফলে সমস্যায় পড়েছেন দেশের রোজকার খেটে খাওয়া হতদরিদ্র মানুষগুলি। মূলতঃ তাদের সুবিধার্থেই বানানো এই রাইস এটিএম, যেখানে ৫০০ কেজি পর্যন্ত চাল রাখা যায়। চাল সংগ্রহের জন্য থাকে বোতাম এবং প্লাস্টিকের পাইপ। সামনে থেকে কেউ সেই বোতামে চাপ দিলেই চাল বের হয়ে আসবে। সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা এখান থেকে চাল সংগ্রহ করতে পারবেন দরিদ্র মানুষজন। তবে কোনো ব্যক্তি দুবার নেওয়ার সুযোগ পাবে না। প্রতিটি ব্যক্তি দিনে মাত্র দেড় কেজি চাল সংগ্রহ করতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে এটিএমের মধ্যে প্রায় ৬ ফিটের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং মেশিন থেকে চাল সংগ্রহের আগে হাত স্যানিটাইজ করতে হবে। ইতিমধ্যেই ভিয়েতনামের বিভিন্ন ব্যবসায়ী ও দাতাদের সাহায্যে দেশের বিভিন্ন জায়গায় এই রাইস এটিএম স্থাপন করা হয়েছে। শুধু ভিয়েতনাম নয়, গোটা বিশ্ব জুড়েই এই উদ্যোগটি মানুষের মধ্যে সাড়া ফেলেছে।
Image Courtesy – VIETNAM INSIDER







































Discussion about this post