সরস্বতী পুজো, প্রথম শাড়ি, ভোরের অঞ্জলি আর প্রেমের মরসুম! বাঙালির ক্যানভাসে বাসন্তী রঙের ফাঁকে লাল গোলাপের ভিড়। বাঙালির প্রেম দিবস। শরীরে অক্সিটোসিন, সেরেটোনিন, ডোপামিনের আচমকা উদগীরণ! কিউপিডের বাণে আহত মন, যার ওষুধ নিঃসন্দেহে ভালোবাসার প্রলেপ। আর যদি গোলাপের সাথে সংযোজন ঘটে রক্তক্ষয়ী বিপ্লবের? প্রেম সেও তো এক বিপ্লব। তবে এই বিপ্লব গোলাপ নয় বরং রিভলভার হাতে। বিপ্লবী-স্বাধীনতা সংগ্রামী তাঁরাও প্রেমিক কিংবা প্রেমিকা! যাঁর বোমায় একসময় কেঁপে উঠেছিল ইংরেজদের নাইট ক্লাব! সেই বাংলার অগ্নিকন্যার হৃদয়েও এক টুকরো প্রেম ছিল। হ্যাঁ, প্রীতিলতাও প্রেম করেছেন, ভালোবেসেছেন কাউকে।
ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রেসিডেন্ট মাস্টারদা তখন ইংরেজদের বিরুদ্ধে গুটি সাজাতে ব্যস্ত। অত্যাচারী ইংরেজদের দেশ থেকে তাড়ানোই তাঁর জীবনের একমাত্র ব্রত। একদিকে দলের জন্য উপযুক্ত লোক বাছাই করছেন চুপি চুপি। নারী-পুরুষ নির্বিশেষে তৈরী হচ্ছে সেই দল। তবে তাঁর কড়া নির্দেশনায় মহিলা সদস্যদের থেকে দূরে রাখা হচ্ছে পুরুষ সদস্যদের। তাঁর মতে বিপ্লবী দলে প্রেম-ভালোবাসা বেমানান। তাঁরই দলের এক বিশ্বস্ত সৈনিক রামকৃষ্ণ বিশ্বাস এবং তার সঙ্গী কালীপদকে দায়িত্ব দিলেন অত্যাচারী পুলিশ প্রধান ক্রেগকে হত্যা করার। কিন্তু দুর্ভাগ্য! ব্যর্থ হলেন তাঁরা। ধরা পড়ে গেলেন পুলিশের হাতে।
আদালতের রায়ে রামকৃষ্ণের ফাঁসির সাজা শুনানি হল। তারপর আলিপুরের জেলখানায় বন্দি তিনি। তবে মাঝেমধ্যেই তাঁর এক বোন আসেন দেখা করতে। আসল পরিচয়? প্রীতিলতা ওয়াদ্দেদার। রামকৃষ্ণের বোনের ছদ্ম পরিচয়ে তিনি প্রায়ই আসতেন রামকৃষ্ণের সাথে দেখা করতে। মোট ৪০ বার জেলখানায় দেখতে গিয়েছিলেন তাঁকে। বিপ্লবের অনল ক্রমে গাঢ় হচ্ছে প্রত্যেক সাক্ষাৎকারে। আর প্রীতিলতার হৃদয়ে ঘনীভূত হচ্ছে প্রেম। দেশপ্রেমের সমান্তরালে ব্যক্তি মানুষকেও ভালোবেসে ছিলেন! তা সে হোক যতই অগ্নিকন্যা, হৃদয় তো মানুষের। তাই শত বাধাও আটকাতে পারেনি সেই প্রেম!
সেই প্রেমই বরং আরো প্রেরণা জুগিয়েছিল আগামীর লড়াইয়ের জন্য। রামকৃষ্ণের ফাঁসির পর তিনি যেন আরো বেশি মরিয়া হয়ে ওঠেন দেশের জন্য। সশস্ত্র আন্দোলনে যোগদানে অনুঘটকের মতো কাজ করেছিল এই ভালবাসা। তাই পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্বের দায়িত্ব যখন দেওয়া হল প্রীতিলতাকে, এক ফোঁটাও বুক কাঁপেনি তাঁর। ইউরোপিয়ান ক্লাব আক্রমণে ছদ্মবেশী পুরুষের পোশাকে তিনি তৈরী সঙ্গীদের নেতৃত্ব দেন। হাতে রিভলভার। আর পোশাকে লুকোনো একজনের ছবি! রামকৃষ্ণ বিশ্বাসের ছবি!
Discussion about this post