আমাদের অপরিণামদর্শী কার্যকলাপে গোটা পৃথিবীর জলবায়ুই আজ বিপন্ন। সেই কার্যকলাপের মধ্যে অন্যতম একটি হল নির্বিচারে গাছ কাটা। তবে সাম্প্রতিক কালে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের তৎপরতায় পরিবেশকে সারিয়ে তুলতে মাঠে নেমেছেন অনেকেই। ইতিমধ্যেই সেই উদ্যোগে সামিল হয়ে কুলিক নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত এক হাজারটি গাছ পোঁতার ব্রত নিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাপস পাল। এই কাজে দোসর অধ্যাপকের গবেষক বন্ধুরা। এবার পৃথিবীর দীর্ঘায়ু কামনায় গাছকে ভাইফোঁটা দিয়ে আরও এক অভিনব নজির গড়লেন তাঁরা!
পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে ভূগোলের অধ্যাপক ও পরিবেশবিদ তাপস বাবু বরাবরই দৃষ্টান্তমূলক উদ্যোগ নিয়ে থাকেন। এবারেও হল না ব্যতিক্রম। এ বছর ভাইফোঁটায় গাছকে ফোঁটা দিয়ে ৫০ টি গাছ রোপণের শপথ নিলেন তিনি ও তাঁর সঙ্গী বিদ্যাচক্র স্কুলের প্রাক্তনীরা।
আরও পড়ুন বিশ্বযুদ্ধ রুখতে পারে বট-পাকুড়! কুলিকের তীরে প্রমাণ রাখছেন বাঙালি অধ্যাপক
‘ডেইলি নিউজ রিল’-এর সঙ্গে একান্ত কথোপকথনে তাপস বাবু জানান, “আমরা মানুষরা প্রকৃতির সন্তান। তেমনই গাছও তো প্রকৃতিরই সন্তান! আমরা মানুষরা যদি ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা পালন করি, আমাদের সহোদর গাছই বা বাদ যাবে কেন? তাছাড়া বর্তমান পরিস্থিতির নিরিখে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে গাছেদের দীর্ঘায়ু কামনাই মুখ্য হওয়া উচিত!” বলাই বাহুল্য, নজিরবিহীন এই ভাইফোঁটাই আসলে বর্তমান পৃথিবীতে সব ভাই-বোনদের সুরক্ষার বিজ্ঞানসম্মত পন্থা!
Discussion about this post