‘হোম সুইট হোম!’ বাড়িকে ঘিরে মানুষের কত ইচ্ছেই না থাকে। সমাগম সামলে স্মৃতি তৈরি হয় বাড়ির প্রতিটা ইট, কাঠ, পাথরে। তবে বাড়ি যদি তৈরি হয় কোনো ইট ছাড়া, কেমন হবে? শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি। বাড়ি তৈরি হতে পারে কোনো ইট ছাড়া। উপাদান প্লাস্টিক। এমনই একটি স্টার্ট আপ শুরু হয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। ইতিমধ্যে এতে সাফল্য মিলেছে বলেও জানা গিয়েছে।
প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ করার নানান পদ্ধতি চলছে সারা বিশ্ব জুড়ে। কোথাও আইন করে নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক। কোথাও আবার প্লাস্টিকের পুনর্ব্যবহার। তবে প্লাস্টিক দূষণ রুখতেই এই নয়া উদ্যোগ। প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে বাড়ি। এমনটাই মনে করছেন ‘বাই-ফিউশন’ সংস্থা। প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে ব্লক। সংস্থার নামানুসারে যার নাম ‘বাই-ব্লক’। যা দিয়ে ছোটো কোনো জিনিস থেকে শুরু করে বাড়ি অবধি বানানো যায়।
এ পদ্ধতি কতটা নিরাপদ? এই প্রশ্ন মনে আসা খুব স্বাভাবিক। তবে এই পন্থা আসলে প্লাস্টিক দূষণ থেকে পরিবেশকে বাঁচাবার তাগিদেই। যদিও সম্পূর্ণ নিরাপত্তা আশা করা হচ্ছে না। বৃষ্টির জল মাটিতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্লাস্টিক। ভূগর্ভস্থ জলের স্তর কমে আসছে। যেখানে গাছের পুরোপুরি নির্ভরশীল ভূগর্ভস্থ জলের ওপর। অন্যদিকে সূর্যের প্রখর তাপ সহ্য করার ক্ষমতা প্লাস্টিকের নেই।
তাহলে উপায়? উপায় অবশ্য আছে কিছু। ব্লকগুলোয় একটু রঙ করলে বা তাপ প্রতিরোধক লাগিয়ে নিলে সমস্যা অনেকটাই কমে যায়। যদিও সব সমস্যা নয়। মাটিতে জল পরিবহণের সমস্যা থেকেই যাচ্ছে। কংক্রিটের বদলে প্লাস্টিকের পরিবেশে খাপ খাইয়ে নিতে সময় লাগবে বৈকি। সেকারণেই এই উদ্যোগের সুদূর ভবিষ্যত এখনও দেখা যায়নি। তবে দেখা যাক নতুন ব্লক ব্যবহারে কী কী সমাধান উঠে আসে!
Discussion about this post