সময়টা ছিল ১৯৫২ সালের ২৬ অক্টোবর, সোমবার। শরৎকালের সাদা কালো ছবির পটভূমিকায় দিগন্ত বিস্তৃত কাশবনের মাঝে অপু দূর্গার চোখ দিয়ে দেখা দূরে যাত্রীবাহী বগি সমেত কালো ধোয়া উড়িয়ে রেল ইঞ্জিন ছুটে চলেছে। বছর সত্তর আগে শ্যুট করা ‘পথের পাঁচালি’র বিখ্যাত সেই সাদা কালো দৃশ্য।
হাওড়া থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে পূর্ব রেলওয়ের অধীনে পালসিট স্টেশন। শুধু বাঙালি নয় বরং গোটা দেশের গর্ব সত্যজিৎ রায়ের পরিচালনায় রেলগাড়ি ছুটে চলার দৃশ্যটি নেওয়া হয়েছিল এই পালসিট স্টেশনে। প্রথম থেকেই নিরিবিলি সুন্দর স্টেশনটি। এরপর ২০২০ সালে স্টেশনের সংরক্ষণ হয় এবং প্ল্যাটর্ফম শেড, ফুট ওভারব্রিজ, বসার জায়গা, ওয়েটিং রুম আরো নানান পরিষেবা যুক্ত করে উন্নত করা হয়েছে। ছবির শুটিংয়ের সময় নাম মাত্র কিছু ট্রেন চলাচল করতো কিন্তু এখন পুরো দিনে আপ এবং ডাউন মিলিয়ে খান পঞ্চাশেক ট্রেন চলে।
দেখতে দেখতে ৭০ বছর পার হয়েছে। আজও স্হানীয় মানুষরা প্রতি বছর লেখক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এবং চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্টেশনে জমায়েত হন। অস্কারজয়ী চলচ্চিত্রে নিজ এলাকার ট্রেন যাওয়ার দৃশ্য নিয়ে স্হানীয় মানুষেরা আজও গর্ববোধ করেন। অপু দুর্গার চোখ দিয়ে দৃশ্যটি আবার দেখতে চাইলে সময় করে ঘুরে আসতে পারেন একবার পালসিট স্টেশন। তার জন্যে অবশ্যই শরৎকাল হবে আদর্শ। কাশ ফুলে ঢাকা মাঠের প্রান্ত থেকে নীল আকাশের নিচে লম্বা বগি টেনে যান্ত্রিক শব্দে ছুটে যাওয়া ট্রেন দেখতে মন্দ লাগবে না।
প্রচ্ছদ চিত্র ঋণ – কৌশিক মণ্ডল
Discussion about this post