লকডাউনের মধ্যেই প্রকাশ পেল গীতিকার, সুরকার ও গায়ক হেমরুণের প্রথম গানের অ্যালবাম ‘অবসরে’। চারদিকে রিমিক্সের হুজুগে যখন সঙ্গীত তার নিজস্বতা হারাচ্ছে, ঠিক তখনই একেবারে নতুন এক আঙ্গিকে রিমিক্সবিহীন গানের অ্যালবাম বের করার সাহস দেখালেন শিল্পী হেমরুণ। রবীন্দ্র-সঙ্গীত, আধুনিক(২ টি), বাউল গান ও কাওয়ালি মিলিয়ে মোট ৫টি গান রয়েছে এই অ্যালবামটিতে। বিধ্বংসী করোনার দাপটে ঘরবন্দী মানুষের মনের ক্লান্তি বা দ্বন্দ্ব কাটাতেই শিল্পীর এই প্রচেষ্টা। ঘরের মধ্যে অবসর কাটানো মানুষদের কথা মাথায় রেখেই তাঁর এই অ্যালবামের নামটি ‘অবসরে’ রাখা হয়েছে। নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে মিলিত হয়ে বাংলার স্বর্ণযুগকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টায় এটাই তাঁর প্রথম উদ্যোগ।
সঙ্গীতশিল্পী হেমরুণের কথায়, জীবনের অনেক পরীক্ষার মতই এটিও তাঁর কাছে এক নতুন পরীক্ষাই বলা যেতে পারে। তাঁর বাবার এক বন্ধু এলাহাবাদ থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে শিক্ষা লাভ করেছিলেন। তার হাত ধরে রাগ-সঙ্গীতের জগতে প্রবেশ ঘটে শিল্পীর। দীর্ঘ চাকরি জীবনের স্বল্প সময়ের মধ্যেও অনিয়মিত সঙ্গীত চর্চাই ছিল তাঁর একান্ত সঙ্গী। ইদানীং করবী রায়ের কাছে সঙ্গীত শিক্ষার পাঠ নিচ্ছেন তিনি। করোনায় ঘরবন্দী মানুষকে অবসর মুহূর্তের এক টুকরো আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই তাঁর এই অ্যালবাম প্রকাশের পদক্ষেপ। তাঁর গাওয়া গানগুলি সব প্রজন্মের মানুষ সমানভাবে গ্রহণ করলে তবেই এই অ্যালবামের সার্থকতা, একথাও জানান তিনি।
অ্যালবামটির অফিসিয়াল মিডিয়া পার্টনার ‘ডেইলি নিউজ রিল’কে সঙ্গী করেই এই পথ চলা শুরু করলেন তিনি। তার পাঁচটি গানই অডিও আকারে এই গণমাধ্যমের ওয়েবসাইটেই শ্রোতারা শুনতে পারবেন। মিডিয়ার তরফে অনুরোধ, একবার অ্যালবামের গানগুলি শুনে দেখুন। গানগুলি পছন্দ হলে ভালবেসে শিল্পীর পাশে থাকুন, পছন্দ যদি নাও হয় নির্দ্বিধায় সমালোচনা রাখতেই পারেন। এই অস্থির সময়েও রিমেক সঙ্গীতের জালে জড়িয়ে পড়েছে নতুন প্রজন্ম। বরং সঙ্গীতের নিজস্বতাকে বজায় রেখে তার মধ্যেই নতুনত্বের যে স্বাদ লুকিয়ে, তাঁকে খুঁজে নিন এই অ্যালবামে। এই লকডাউনের একঘেয়েমিতে সবার সঙ্গী হয়ে উঠুক অ্যালবাম ‘অবসরে’।
Discussion about this post