বাঙালি মানেই উৎসব প্রিয় এক জাতি। নিজের ঐতিহ্যের সাথেই বাঙালি মেতে ওঠে বারবার ভিনজাতির সংস্কৃতিতেও। তাই উত্তুরে হাওয়া গায়ে লাগলেই বাঙালি অপেক্ষায় থাকে ক্রিসমাসের। তারই উৎসবী আয়োজন আজ বাংলার ঘরে ঘরে। ক্রিসমাসের আলোয় তাই ঝলমল করে উঠেছে বাংলার বহু এলাকা। আর এসব সজ্জা সামগ্রীর জোগান দিতে বাংলার ব্যবসায়ী সম্প্রদায়ের জুড়ি মেলা ভার। ক্রিসমাস ট্রি থেকে সান্তা টুপি সবকিছুর পসরা নিয়ে হাজির হয়েই গিয়েছে ব্যবসায়ীরা। চলুন আজ তবে, ক্রিসমাসে ঘর সাজানোর রকমারি সরঞ্জামের দরদামটা নিউ মার্কেটে ঠিক কত তা জেনে নেওয়া যাক।
ঐতিহ্য এবং আভিজাত্যের মিলনভূমি কলকাতার হগ মার্কেট। সেখানে ঢুকতে গেলেই চোখে পড়ে বড়দিনের পসরা সাজিয়ে বসা কত দোকানদারকে। আর যত ভেতরে ঢোকা যায় চোখ একরকম ধাঁধিয়ে যাওয়ার দশা। কোনটা ছেড়ে কোনটা কিনবেন, ঠিক করতেই হিমশিম খাবেন। সব পসরা যেন মোহময়ী রূপ ধরে কাছে আসার হাতছানি দিচ্ছে। কিন্তু বড়দিনের ৪-৫ দিন আগে থেকেই ভিড় সামাল দিতে রীতিমতো নাকানি চোবানি খান ব্যবসায়ীরা। কচিকাঁচার দলও গালভরা হাসি নিয়ে বড়দের হাত ধরে খুঁজে চলে তাদের সান্তা বুড়োকে। বড়দিনের সবচেয়ে আকর্ষনই তো সান্তাক্লজ। এসব সামগ্রীর ভান্ডার বিপুল আর দামও বেজায় সস্তা। একেবারে খুদে সান্তাক্লজের দাম ৩০ টাকা থেকে শুরু। ৪ ফুটের একটু বড় মাপের সান্তার দাম পড়ে যাবে ৫০০ টাকা। ট্যান্সিল বিকোচ্ছে প্রতি পিস ২০-৫০ টাকা (মাপ অনুযায়ী) দরে। রয়েছে সোনালী-লাল-বেগুনি রঙের ঘন্টা, রাঙতা, বিভিন্ন আকারের বেল, কৃত্রিম ফুল আরও কত কি।
সিলিং থেকে ঝোলানো রঙিন কাগজের তারাগুলো দেখলেই মন ভরে যায়। এগুলির দাম ৩০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত। আর রয়েছে বড়দিনের বিভিন্ন শুভেচ্ছাপত্র বা দরজায় ঝোলানোর জন্য ‘মেরি ক্রিসমাস’ লেখা ব্যানার। এবার আসি ক্রিসমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ক্রিসমাস ট্রির কথায়। লাল,নীল আলো জ্বলা ক্রিসমাস ট্রি গুলির দাম আকার হিসেবে ভিন্ন। এক ফুট থেকে ছয় ফুট লম্বা ক্রিসমাস ট্রি এখানে ৩৫ টাকা থেকে ৩০০ টাকার মধ্যেই। এছাড়া ক্রিসমাস ট্রি সাজানোর আলো, পাখি, স্বর্গদূত এগুলির দাম ঘরাফেরা করছে ১০০ টাকার আশেপাশেই। অভিজাত ঘর সাজানোর জিনিস হিসেবে সবুজ রঙা রিটও পাওয়া যাচ্ছে ১০০ টাকায়।
শহরতলিতে এখন সাজোসাজো আমেজ। পার্ক স্ট্রীটের রঙবাহারি আলোর সাজে মুগ্ধ বাঙালি। মফঃস্বলের চার্চগুলোতেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। আর সময় একদম নেই। তাই ক্রিসমাসের আনন্দে এবার সেজে উঠুন নিজে। আর সাথে সাজিয়ে তুলুন আপনার ভালোবাসার বাড়িটিকেও।
Discussion about this post