আমরা অনেকেই পশুপ্রেমী। অনেক পশুপ্রেমীই বাড়িতে পছন্দের পশুকে রেখে যত্ন করতে ভালোবাসেন। নিজের শখ খানাকে নিজের জীবিকা বানাতে পারে কটা মানুষে? আর সেই কাজ দিয়েই একজন বড়ো উদ্যোগপতি হয়ে যাওয়াটাও কাকতালীয় হতে পারে না! তার জন্য অবশ্যই লাগে পরিশ্রম। টাঙ্গাইলের দিলীপ বাবু তারই এক উদাহরণ রাখলেন।
টাঙ্গাইলের বাসিন্দা দিলীপ কুমার সাহা নিজের শখকে বানিয়ে ফেলেছেন নিজের কাজ। পশুপ্রেমী দিলীপ বাবু শখের বসেই যত্ন নিচ্ছিলেন নিজের আদরের কুকুর ছানাদের। আমরা বুঝি, পশুদের যারা ভালোবাসেন তাদের কাছে পশুরা কত আদরের। দিলীপ বাবু বিদেশি তিন-চার প্রজাতির কুকুরকে লালন পালন করছিলেন। পরবর্তীকালে সেই কুকুরেরাই উপহার দেয় তাকে আরও বেশ কয়েকটি কুকুর ছানার। বাড়ির আসে পাশের মানুষজন তা নিয়ে বেশ আগ্রহ দেখায়। এর পরেই খানিকটা শখের বসে শুরু হয় তার বিদেশী কুকুরের জন্য খামার খোলার উদ্যোগ। বাড়ির মধ্যেই অর্ক ক্যানাল নাম নিয়ে খোলা হয় খামার। আজ যা চালিয়ে যাচ্ছে রমরমিয়ে তার ব্যবসা। রয়েছে প্রায় চব্বিশেরও বেশি বিদেশী জাতের কুকুর। পশুপ্রেমীদের জন্য এই খামার এক প্রকার চাঁদের হাট!
দিলীপ বাবুর এই নিজের শখকে কাজে লাগিয়ে উপার্জন করা আমাদের অনেক কিছু শেখায়। শখ যখন কাজ পরিণত হয় তখন কাজের প্রতি ক্লান্তি আসে না। তবে নিজের শখকে উদ্যোগ বানানো বেশ ঝুঁকির ব্যাপার। উদ্যোগ নিলেই মানুষ সফল হয় তার মানে নেই। কিন্তু সেই ঝুঁকি উঠাতে পারে কয়জন? সেই পরিস্থিতি থেকেই কিন্তু দাপিয়ে কাজ করে চলেছেন টাঙ্গাইলের দিলীপ বাবু! আজ তিনি প্রকৃত অর্থেই একজন সফল উদ্যোগপতি।
Discussion about this post