দুর্গাপুজো মানেই শুধু কলকাতা! এমন কিন্তু একেবারেই নয়। দুর্গাপুজোর আমেজ পশ্চিমবঙ্গ তথা সারা ভারতেই রয়েছে। আর বিভিন্ন নজরকাড়া থিমের পুজো তো আছেই। কলকাতার থিমের পুজো দেখতে বহু মানুষ দেশের নানান প্রান্ত থেকে আসেন। বিদেশও এর ব্যতিক্রম নয়। এর মধ্যেই এই বছরের দুর্গাপুজোয় উঠে এসেছে এক অন্যরকম শিল্পকেন্দ্রিক থিম। ঝাড়গ্রামের বাছুরডোবা অঞ্চলের সংঘমিত্রা ব্যায়াম সমিতি। এবছর পুজোর বয়স ৩১। তাদের এবারের থিম ডোকরা শিল্পকে কেন্দ্র করে। খরচ হচ্ছে ৮ লাখ টাকা।
ডোকরা আজ থেকে ৪০০০ বছর পুরনো শিল্প। মহেঞ্জোদাড়োর ‘ডান্সিং গার্ল’-এর মূর্তি থেকে শুরু করে চিন, জাপানেও এই শিল্পের কারুকার্য দেখা যায়। আর সেই শিল্প এবং ঐতিহ্যকে প্রধান আকর্ষণ বানিয়ে শুরু হয়ে গিয়েছে মণ্ডপ তৈরি। শিল্প এবং শিল্পী, এই দুইই টিকিয়ে রাখতে হবে। হয়ত এটাই মূলমন্ত্র হিসেবে বেছে নিয়েছে সংঘমিত্রা সমিতি। প্রযুক্তির উন্নতির সাথে সাথে হারিয়ে যাচ্ছে শিল্প। বর্তমান প্রজন্মের কাছে শৈল্পিক কারুকার্য মানে শুধুই বইয়ের পাতায় পড়া, বা ছবি দেখা। তবে তাদের বিভিন্ন শিল্পের সাথে পরিচয় করিয়ে দেওয়া খুব প্রয়োজন। তাই এই শিল্প সম্পর্কে মানুষের আগ্রহ অনেকাংশেই বাড়বে।
ফিটনেস সেন্টার ও জিম-এর কার্যকলাপে কাজ করে এই সমিতি। নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ধুমধাম করে চলে দুর্গাপুজো। থিম এবং মণ্ডপের সাজসজ্জার দায়িত্বে রয়েছেন অভিজিৎ দত্ত।
Discussion about this post