বাজারে নাকি চাকরি নেই। বেকারত্বের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এই মারকাটারি প্রতিযোগিতার আবহে নিজের জায়গা পাকা করবেন কীভাবে? চাকুরী প্রার্থী হিসাবে প্রথম কাজ সঠিক জায়গায় নিজের সিভি জমা করা। এই সিভির মাধ্যমেই তৈরি হয়ে যায় চাকুরী প্রার্থীর প্রাথমিক পরিচয়। তাই সবার আগে নিখুঁত সিভি বানিয়ে ফেলতে হবে। আর এই সুযোগ বিনামূল্যে হাজির করছে IIARI শিক্ষা প্রতিষ্ঠানটি।
IIARI অর্থাৎ INTEGRATED INSTITUTE FOR ADVANCED RESEARCH AND INFORMATION চাকুরী প্রার্থীদের জন্য নিয়ে এসেছে এক অসামান্য সুযোগ। আগামী ২৭ আগস্ট, রবিবার একটি দু’ঘন্টার ওয়েবিনারের আয়োজন করেছে এই সংস্থা। ওয়েবিনারের সময় সন্ধ্যে ৭টা থেকে ৯টা। এখানে বিস্তারিতভাবে বোঝানো হবে সঠিক সিভি কীভাবে তৈরি করা সম্ভব। বিশেষ বিশেষ ক্ষেত্রের জন্য সিভির রকমফের হয়ে থাকে যা সদ্য পাস করা ছেলেমেয়েরা অনেক সময়ই বুঝতে পারে না। যার ফলে হয়ত যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগকর্তার নজর এড়িয়ে যায়। ক্ষেত্র বিশেষে সিভির একটা নির্দিষ্ট মান ও পরিমাপ থাকে, সামান্য একটা ভুলের জন্য বাতিলের খাতে পড়ে যেতে পারে যোগ্য ব্যক্তির সিভিও। এই ভুল যাতে সম্পূর্ণত এড়ানো যায় তার জন্যই IIARI-এর এই বিশেষ আয়োজন।
এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে এর জন্য আবার আলাদা করে ক্লাস করার প্রয়োজনীয়তা কী? আজকাল অসংখ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ রয়েছে যার মাধ্যমে অতি সহজে কয়েক মিনিটেই হাতে গরম সিভি পাওয়া যায়। শুধু নিজের সঠিক তথ্য ভরে দিতে পারলেই তো কাজ হাসিল। কিন্তু এখানে বেশ কয়েকটি বিষয় একটু লক্ষ্য করে দেখার মতো। এই বাজার চলতি অ্যাপের মাধ্যমে চাকরী প্রার্থী কি একজন গড়পড়তার মধ্যে পড়ে যাচ্ছে না? তাছাড়া অনেক সময়ই দেখা যায় যে বাঁধা ধরা এই সমস্ত সিভির নকশার মধ্যে হারিয়ে যাচ্ছে ব্যতিক্রমীরা। নিয়োগকারী সংস্থাও চায় বাজার চলতির বাইরে কিছু খাঁটি বস্তু। চাকরি প্রার্থীর দাবি অনুযায়ী বা নিয়োগকারীদের চাহিদা অনুযায়ী ঠিক কীরকম সিভি হওয়া উচিত এ বিষয়ে যাবতীয় প্রশ্নের সমাধান নিয়ে এই রবিবার আসছে IIARI। প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সরাসরি ওয়েবিনারে যোগদানের সুযোগ থাকছে।
Discussion about this post