লরেন চেম্বারলিনের নাম শুনেছেন? কট্টর ক্রীড়াপ্রেমীদের কাছে হয়তো এই নামটি অজানা নয়। বিশ্বের অন্যতম সেরা এক সফটবল খেলোয়াড় হিসাবে বিশেষভাবে পরিচিত লরেনের নাম। তবে শুধু খেলার জগতের বাইরেও টুকটাক মডেলিং করতে পছন্দ করেন এই আমেরিকান খেলোয়াড়টি। শুধু তাই নয় মডেলিংয়ের দুনিয়ায় তিনি যেন এক অনুপ্রেরণার নাম! কেন? সেই গল্পই না হয় শোনানো যাক।
বছর দুয়েক আগে খেলার দুনিয়ার বিখ্যাত পত্রিকা ‘ESPN’-এর জন্য তিনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন। পত্রিকার প্রচ্ছদ মডেল হিসাবে নিজের ইচ্ছাতেই নগ্ন হয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছিলেন তিনি। যখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল তিনি কেন এটা করেছেন, তখন তিনি যা উত্তর দিলেন তা শুনে অবাক হতেই হয়! প্রথমত তিনি বলেন, নগ্ন হয়ে ছবি তুলে তিনি কোনও পর্ণোগ্রাফির কাজ করেননি। যারা এটাই মনে করছেন, তারা এই ছবি থেকে দূরে থাকতে পারেন। দ্বিতীয়ত, তিনি এই কাজটি করেছেন সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নারীদের জন্য। যারা নিজেদের মোটা এবং কুৎসিত ভাবেন, যারা ঠিক গতানুগতিক রোগা-পাতলা চেহারার অ্যাথলিট নন। এই কারণে যারা বডি-শেমিংয়ের শিকার, ঠিক তাদের জন্যই লরেনের এই ফটো শ্যুট। তিনি আরও বলেন, জীবনের প্রতিটা মূহুর্ত সমাজের বেঁধে দেওয়া এক মানদণ্ড অর্জনের জন্য শরীর ও মনের বিরুদ্ধে চলার সম্পূর্ণ বিপক্ষে তিনি। কেউ তার খুব প্রিয় এবং দরকারি খাবার অথবা পছন্দের পোশাক বাদ দিয়ে দিচ্ছেন সমাজের ঠিক করে দেওয়া একটা নির্দিষ্ট মাপকাঠিতে আসার জন্য। কিন্তু দিনের শেষের সত্যিটা হল এই যে, এগুলি আসলে একপ্রকার ভন্ডামি। আরও সঠিকভাবে বললে নিজের সঙ্গে নিজেরই ভন্ডামি। কারণ ওই নির্দিষ্ট গড়ন খুব সামান্য সময়ের জন্যই। এর জন্য নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়ার কোনও মানেই নেই।
লরেন নিজে সামাজিকভাবে এখনও বডি-শেমিংয়ের শিকার। কারণ তিনি মডেল কিন্তু মডেলদের মত তথাকথিত সুন্দর গঠন তাঁর নেই। কিন্তু এর জন্য কখনও হীনমন্যতা গ্রাস করেনি তাঁকে। বরং এই শারীরিক গঠন নিয়েই আজ তিনি একজন সফল অ্যাথলিট। নিজের শরীর এবং মনকে কষ্ট দিয়ে সাময়িক লাভ হলেও আখেরে নিজেরই ক্ষতি। বরং নিজের যা আছে তাই দিয়ে জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব। অবসাদে না ভুগে বরং নিজের শরীর নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। চেষ্টা করতে হবে সামাজিক বাধা-বিপত্তির নিষেধ পেরিয়ে জীবনযাত্রায় আরও এগিয়ে চলার। নিজের এই ফটোশ্যুটের মাধ্যমে এই কঠিন কথাগুলিই কি সহজভাবে বুঝিয়ে গিয়েছিলেন লরেন। তাঁর এই প্রচেষ্টাকে কুর্ণিশ জানাতেই হয়।
তথ্য ঋণ : বিকাশ ভৌমিক
Discussion about this post