ঘুরতে কে না ভালোবাসে! ভ্রমণপ্রেমীদের জন্য সবচেয়ে পছন্দের সময়টা হল শীতকাল, কারণ এই সময়ে প্রকৃতির অনাবিল রূপ একেবারে চোখে পড়ার মতো। ডিসেম্বর মাসটার তাই আলাদা একটা আমেজ থাকে। একটু ছুটি পেলেই মনটা কেমন পালাই পালাই করে ওঠে। ভ্রমণপ্রেমীদের পায়ের তলায় সর্ষে কি না! তবে এখন নানান কাজের চাপে একদিন বা দুদিনের বেড়ানোটাই যেন মানুষের কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে। শহুরে কোলাহল থেকে বেরিয়ে অনেকেই এখন বেছে নেন স্নিগ্ধ নিরিবিলি শান্তির জায়গাগুলোকে। কলকাতার খুব কাছেই যদি এমন কোনো জায়গা মেলে তাহলে মন্দ হয়না বলুন? জলপথ ইকো রিসোর্ট, কলকাতার খুব কাছেই একটা অফবিট জায়গা। এর ব্যাপারে আমরা অনেকে খুব কমই জানি।
এক টুকরো শান্তির আলয় তৈরি হয়েছে কলকাতার প্রান্ত থেকে দক্ষিণ ২৪ পরগণার দিকে মাত্র ৯ কিলোমিটার দূরে বাসন্তী হাইওয়ের ওপর। তবে এটিকে গতানুগতিক রিসোর্ট বলা একটু ভুল হবে। চারটে বাংলো বা ভিলা নিয়ে তৈরি হয়েছে এই রিসোর্টটি। খুবই যত্ন করে এবং ভিন্ন রকম ভাবে সাজানো ঘরগুলি।ঘরের আসবাবপত্রে , চীনেমাটীর বাসনের সজ্জায় মাটির হেঁশেলটি- সবেতেই খুঁজে পাবেন রুচির ছাপ। এখানে আপনি শহুরে জীবনের সব সুযোগ-সুবিধাই পাবেন গ্রাম্য পরিবেশের মোড়কে।
জলপথে পা রাখলেই পাখিদের অবিরাম গানে মনে হবে তারাই যেন অতিথিদের এভাবেই স্বাগত জানায়। চারিদিকে যেন সবুজের মেলা! সারাদিন পাখিদের কলকাকুলি, পোষা মোরগ-মুরগিদের খিটির-মিটির, উপরন্তু মাটির ঘরে থাকার অভিজ্ঞতা- সব মিলিয়ে একেবারে জমজমাট ব্যাপার! তাছাড়াও এখানে রয়েছে উইভিং স্টুডিও, পটারি স্টুডিও,উড ওয়ার্কশপ, হ্যান্ডলুম এবং আরো অনেক হস্তশিল্প। পছন্দ হলে কেনাকাটাও করতে পারেন- হ্যান্ডলুমের চাদর, মাটির জিনিস, ডোকরার গয়না। মাকু চালানোর সুযোগও মিলবে নিজের হাতে। সব মিলিয়ে শহরের খুব কাছেই ভিন্ন স্বাদের এক অভিজ্ঞতা।
জানতে ইচ্ছে করছে তো এখানে ঘর বুকিং করবেন কীভাবে? ডে ভিসিট বা পিকনিক হোক কিংবা রাত্রিবাস – দুয়ের জন্যই এখানে থাকার ব্যবস্থা রয়েছে। ডে ভিসিটের জন্য চার থেকে সাত জনের গ্রুপের পার হেড খরচ ১২০০ টাকা, খাওয়া এবং থাকা নিয়ে। রাতে থাকলে রুম বুকিংয়ের সঙ্গে ফুড প্যাকেজ ৭৫০ টাকা এক একজনের। যার মধ্যে আছে লাঞ্চ, ইভিনিং টি আর ডিনার। এখানকার খাবার এককথায় অনবদ্য। যোগাযোগের নম্বর- 7439348584। ব্যস, আর কি! এবার প্রিয়জনদের সঙ্গে ছোটো একটা প্ল্যান করে টুক করে ঘুরে চলে আসুন কলকাতার কাছে অফবিট জায়গা জলপথে।
Discussion about this post