এবার ভিসা ছাড়াই করা যাবে বিশ্ব ভ্রমণ। নেপাল, ভুটান সহ বিশ্বের ১৬টি দেশে ভারতীয়দের ভিসা ছাড়াই অবাধে বিচরণ করতে পারবেন ভারতবাসী, মঙ্গলবার রাজ্যসভায় এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ জানিয়েছেন, বিশ্বের ৪৩টি দেশ ভারতীয়দের ভিসা অন অ্যারাইভাল এবং বিশ্বের ৩৬টি দেশ ভারতীয়দের ই-ভিসা প্রদান করে।
সম্প্রতি প্রকাশিত কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, বার্বাডোজ, ভুটান, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, হংকং এসএআর, মালদ্বীপ, মরিশাস, নেপাল, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডা, সামোয়া, সেনেগাল, সার্বিয়া এবং ত্রিনিদাদ ও টোবাগো – এই দেশগুলিতে যেতে ভারতীয়দের লাগবেনা কোনোও ভিসা, স্রেফ পাসপোর্টই যথেষ্ট।
আর ইরান, ইন্দোনেশিয়া, মায়ানমারের সহ আরও ৪৩টি দেশে ভারতীয়রা পা রাখা মাত্রেই ভিসা পেয়ে যান। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, মালয়েশিয়ার মতো ৩৬টি দেশ ভারতীয়দের ই-ভিসা দেয়। তবে প্রতি ক্ষেত্রেই ভারতীয়দের বৈধ পাসপোর্ট থাকা বাঞ্চনীয়। মুরলিধরণ জানিয়েছেন, ভারতীয়দের ভিসা ফ্রি, ই-ভিসা, ভিসা অন এরাইভাল দেবে এমন দেশের সংখ্যা যাতে আরও বাড়ানো সম্ভব হয়, তারই প্রচেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এবার দুনিয়া ঘুরে দেখতে ভারতীয়দের আর কোনোও বাধা রইল না।
Discussion about this post