করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বেশ কিছু নির্দেশ জারি করেছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে একটি হল নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। এছাড়াও সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে বারবার হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহার করার কথাও বলেছেন তাঁরা। তবে এক্ষেত্রে সীমান্তে যারা পাহারা দেন সেই সেনাবাহিনীর বিধি-নিষেধ কিন্তু আমাদের মতো সাধারন মানুষের থেকে কয়েক গুণ বেশি। সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে, সেনা ব্যারাকে ঢোকার একটি ভারতীয় সেনা কীভাবে নিজেকে স্যানিটাইজ অর্থাৎ পরিচ্ছন্ন রাখছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে যে, ওই সেনা একটি বেসিনে হাত ধুচ্ছেন। যদিও হাত ধোয়ার জন্য কল খোলার সময় তিনি কিন্তু নিজের হাত ব্যবহার করছেন না। বেসিনটির নিচের দিকে হাতলের মত দুটো যন্ত্র আছে। সেই যন্ত্র দুটির একটিকে দিয়ে চাপ দিলে জল বের হচ্ছে। অপরটিকে দিয়ে চাপ দিলে স্যানিটাইজার বের হচ্ছে। অফিসারটি তাঁর ডান এবং বাম দুটি পায়ের সাহায্যে যন্ত্রদুটিতে চাপ দিচ্ছেন। ফলে জল এবং স্যানিটাইজার বের হচ্ছে। এভাবে হাত ধুয়ে তিনি চৌকো জল ভর্তি একটি পাত্রের ওপর গিয়ে দাঁড়াচ্ছেন। ফলে জুতোর নীচে লেগে থাকা সমস্ত নোংরা ধুয়ে যাচ্ছে। সবশেষে দেখা যাচ্ছে, তিনি একটি বেদির উপর উঠলেন। সেখানে অনেকগুলি টেবিল ফ্যান রাখা রয়েছে। সেই ফ্যান থেকে হাওয়ার সঙ্গে কিছু তরল বের হয়ে তাঁর আর্মির ইউনিফর্মকে স্যানিটাইজ করছে। এরপর অফিসারটি সেই বেদী থেকে নেমে সেনা ব্যারাকে প্রবেশ করছেন।
সারা বছর সীমান্তে থেকে তারা আমাদের বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করছেন। কাজেই মারণ-রোগের বিরুদ্ধে তাদের অতিরিক্ত সুরক্ষা নেওয়াটাই স্বাভাবিক।
Discussion about this post