“হাল ছেড়ো না বন্ধু….” প্রফুল্ল বিল্লোরের জীবনকে নিয়ে দৃষ্টিভঙ্গি আমাদের তাই শেখায়। ইচ্ছে ছিল, আইআইএম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে মোটা মাইনের চাকরি করা। আর পাঁচটা মধ্যবিত্তের মতোই এভাবে নিজের আগামীর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু জীবন তাঁর জন্য লুকিয়ে রেখেছিল অন্য লড়াই। একটা অন্যরকম পথ।
প্রফুল্ল বিল্লোর, মধ্যপ্রদেশের লাবড়ায়ারার বাসিন্দা। ২০১৬ সালে দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের পর কমন অ্যাডমিশন টেস্টে বসেন। স্বপ্ন ছিল আইআইএমে পড়ার। কিন্তু ক্যাট পরীক্ষায় অসাফল্য বাধা হয়ে দাঁড়ায় এই স্বপ্নপূরণের লড়াইয়ে। তবে স্বপ্ন দেখা বন্ধ হয়নি। জেফ বেজোস ও জেমস ফ্র্যাঙ্কোর জীবন প্রফুল্লকে উৎসাহিত করেছিল ভীষণভাবে। তাঁদের বাতলানো পথেই তার নিজের কেরিয়ার শুরু হোক চেয়েছিলেন। বাড়ির প্রবল আপত্তি সত্ত্বেও কাজ শুরু করলেন ম্যাকডোনাল্ডসে।
সকাল ৯ টা থেকে ৩টে পর্যন্ত ছিল তার কাজের সময়সীমা। দৈনিক আয় ২২২ টাকা। বাবার জোরাজুরিতে প্রথম দিকে চাকরির পাশাপাশি সময় দিতেন ক্যাট পরীক্ষার প্রস্তুতিতেও। কিন্তু উৎসাহ আর শক্তি কোনোটাই ছিল না তাঁর। কিন্তু বরাবরই তার একটু ব্যতিক্রমী ভাবনা। খুলে ফেললেন নিজের চায়ের দোকান, ‘এমবিএ চাওয়ালা’। বাবার কাছে ব্যবসার জন্য পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলেন। কথা দেন, যে করেই হোক ধার মিটিয়ে দেবেন। প্রথম দিকে প্রতিকুলতার মুখোমুখি হলেও ক্রেতাদের ভালোবাসায় সেসবকে কাটিয়ে ওঠা মুশকিল কিছু নয়। চায়ের দাম প্রতি কাপ ৩০ টাকায় বিক্রি হয় আজ। সে দোকানের বার্ষিক টার্নওভার ৫ কোটি টাকা! কোনও রূপকথার গল্প নয়, ঘোর বাস্তব! আজ তার দোকানে ৫০ জন কর্মচারী এবং তিনি ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় চা বিক্রেতা!
স্বপ্নের কোনো সীমানা রাখা অনুচিত, এই কথা সকলকে বলে চলেছেন বারবার। সেই স্বপ্নের পথে পা বাড়িয়েছেন টুকটুকিও। টুকটুকি দাস কলকাতার বাসিন্দা। মাস্টার্স শেষ করেও চাকরি না পেয়ে বাড়িতে বসেছিলেন দীর্ঘকাল। তবে বেকারত্বের জ্বালা গ্রাস করেনি জীবনের বাকি স্বপ্নগুলোকে। প্রফুল্লর জীবনাদর্শ উৎসাহ দেয় বাকি পথে। হাবড়া স্টেশনে বসে গেলেন নিজের চায়ের দোকান নিয়ে। ইংরেজিতে এমএ সে কিনা চা বিক্রেতা! তবে সংসারে অর্থ জোগানের চিন্তা ছাপিয়ে গিয়েছে সবকিছুকে। বাবা ভ্যানচালক আর মা মুদির দোকানে থাকেন। মা-বাবার পাশে দাঁড়ানোর ইচ্ছেটা মনের মধ্যে ছিল প্রবলভাবে। প্রথম দিকে কৌতুকের পাত্র হলেও আজ তার দোকানেই ভিড়টা মনে হয় সবথেকে বেশী! “কোনও কাজই ছোট নয়” প্রবাদটিকে বাস্তব রূপ দেওয়ার সাহস কতজনের আছে? প্রফুল্ল, টুকটুকি তাই আজও স্বপ্ন বুনে চলেন। খুব সাধারণ একটা স্বপ্ন, রোজকার পৃথিবীতে লড়াই করে টিকে থাকার স্বপ্ন!
Discussion about this post