ম্যারাথন দৌড়ের নাম শুনেছেন তো! গ্রীসের ঐতিহাসিক আমলের যে বিশেষ খেলাটি আজ বিশ্ব জুড়ে সমাদৃত। যেখানে মাইলের পর মাইল পথ একনাগাড়ে ছুটে চলেছেন ভিন্ন দেশের ধুরন্ধর সব প্রতিযোগিরা। তবে এবার মানুষ নয়, এই ম্যারাথন দৌড়েই যেন নেমেছে একটি হাতির দল। অবিশ্বাস্য লাগলেও এটিই ঘটে চলছে মাসের পর মাস ধরে। লোকালয়ের ওপর দিয়েই গদাই লস্করি চালে এগিয়ে চলেছে তারা উদ্দেশ্যহীনভাবে। সম্প্রতি একটি ভিডিও পোষ্ট হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে আতঙ্কগ্রস্ত স্থানীয়রা রাস্তায় নেমে ‘তারা আসছে’ বলে চিৎকার করতে থাকে। কিন্তু হুট করে কোত্থেকে হাজির হল এই দল? কোথায়ই বা গন্তব্য এদের, তা নিয়ে চড়ছিল কৌতুহলের পারদ স্তর।
হাতে গোনা ১৫ টি হাতি। চীনের সুদূর দক্ষিণ ইউনান প্রদেশ থেকে এগিয়ে চলেছে রাজধানী কুনমিংয়ের পথে। ইতিমধ্যেই ৩০০ মাইল পথ অতিক্রান্ত। হাতির এমন সুদীর্ঘ যাত্রাপথের নজির আগে কখনো হয়নি গোটা বিশ্ব। এরা মূলত দক্ষিণ-পশ্চিম ইউনানের জিশুয়াংবানায় মেনাঙ্গজি নেচার রিজার্ভের বাসিন্দা। কিন্তু কবে যে তারা বাড়ি থেকে চম্পট দিল আর কেন দিল, তা সঠিকভাবে জানা যায়নি। বিশেষজ্ঞরা মনে করেন এদের মাহুতের দক্ষতার অভাবে এই অঘটনটি ঘটেছে। আবার কেউ মনে করেন খাদ্যাভাবে এরা নিজ আবাস ছেড়ে দূর দেশে হানা দিতে চলেছে। আবার কারোর মতে অত্যধিক লোকালয়ের জন্য আজ এরা গৃহ হারা। ট্রাক ও ড্রোনের সাহায্যে এদের গতিপথটি লোকালয় থেকে দূরে সরানোরও আপ্রাণ চেষ্টা চলেছে। নির্দেশও জারি হয়েছে যেন কোনোভাবেই আতসবাজি বা বোম ফাটিয়ে ওদের উত্যক্ত না করা হয়। কিন্তু ৫৬ হেক্টর জমির আবাদী ফসল নষ্ট করে বহু বাড়িকে দুমড়ে মুষড়েই এগিয়ে চলেছে বন্য হাতিরা।
বর্তমানে মানুষের অতিরিক্ত চাহিদার কারণে বন ও বনজ সম্পদ বিপদের মুখে। এশিয়ান হাতির এই বিপন্নপ্রায় প্রজাতির আর মাত্র ৩০০টি ইউনানের দক্ষিণ অঞ্চলে অবশিষ্ট রয়েছে। ইউনানের হাতি এবং কৃষকদের মধ্যে ইদানিং এতটাই দূরত্ব সৃষ্টি হয়েছে যে হাতির দল আবাস থেকে পালিয়ে বাঁচতে চাইছে। বিজ্ঞানীরা বলেন এইভাবে রবার ও নগদ ফসলের চাষ হলে হাতিরা এমনভাবেই বারবার লোকালয়ে ঢুকে পড়বে ট্রেকিং করতে। বন্যপ্রাণী বিচরণক্ষেত্রের অভাবেই এই দুর্দশার কবলে আজ। তাই তাই বন্যপ্রাণী বাঁচাতে চাই সবুজে ভরপুর অরণ্যের সম্ভার।
Discussion about this post