বন্ধু হোক কিংবা খেলার সাথী অথবা রাস্তাঘাটে বিপদে পড়লে এই পোষ্যটি যদি আপনার সাথে থাকে তাহলে সে একাই একশো। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি একদম ঠিক ধরেছেন বলছি প্রভুভক্ত প্রাণী কুকুরের কথা। আর কুকুরের ঘ্রাণশক্তি কথা কেই না জানে! ঘ্রাণ শক্তির দ্বারা অপরাধী শনাক্ত করতে কুকুরের জুড়ি মেলা ভার।
হয়তো অনেকেই জানেন না গন্ধ শুঁকে কুকুর আভাস দিতে পারে অনেক বড় বড় রোগের। একটি গবেষণায় উঠে এলো এমনই এক বিষয় যা আপনাকে অবাক করবে। লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা বলছেন, কুকুর তার ঘ্রাণ শক্তির দ্বারা ক্যান্সার, ম্যালেরিয়া কিংবা পারকিনসন রোগে আক্রান্তদের নির্ভুলভাবে চিহ্নিত করেছে অতীতেই। আর এবার সেই একই পদ্ধতিকে কাজে লাগিয়ে করোনা রোগী শনাক্ত করার ক্ষেত্রেও কুকুর কতটা কার্যকরী সে নিয়েই চলছে গবেষণা। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে গন্ধ শুঁকতে ওস্তাদ বিশেষ প্রজাতির কুকুরকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ট্রায়াল। ল্যাব্রাডর ও ককার স্প্যানিয়ালস এই দুই প্রজাতির কুকুরকেই এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই গবেষণায় লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিনকে সাহায্য করছে ডারহাম বিশ্ববিদ্যালয়।
জানা গিয়েছে, যে সমস্ত করোনা রোগীর কোনওরকম উপসর্গ নেই তাদেরকে খুঁজে বের করতে সাহায্য করবে এই কুকুর। যার ফলে এই মারণ-রোগকে দ্রুত ছড়িয়ে পড়া থেকে আটকানো সম্ভব হবে। গবেষকদের দাবি করছেন, এই গবেষণা সফল হলে একটি কুকুর প্রতি ঘণ্টায় ২৫০ জনের গন্ধ শুঁকে বলে দিতে পারবে সে ব্যক্তি করোনা সংক্রমিত হয়েছেন কিনা। এই গবেষণা ফলপ্রসূ করতে ব্রিটিশ সরকার ইতিমধ্যেই খরচ করে ফেলেছে ৬ লক্ষ পাউন্ড। বলাই বাহুল্য, এই বিশেষ পরীক্ষাটির যদি সফলতা পায় তাহলে আগামী দিনে অত্যন্ত কম খরচে ও চটজলদি এই রোগকে প্রতিহত করার মন্ত্র আমরা খুঁজে পাব।
Discussion about this post