কুকু্ররাও দুটো ভাষার মধ্যের পার্থক্য বুঝতে পারে, সম্প্রতি হাঙ্গেরির কিছু গবেষকদের একটি গবেষণা থেকে এই তথ্যই উঠে এসেছে। ১৮ জন কুকুরের একটি দলকে ‘দ্য লিটিল প্রিন্স’ গল্পটি স্প্যানিশ এবং হাঙ্গেরিয়ান এই দুই ভাষাতেই শোনানো হয় এবং এটা পরীক্ষা করা হয় যে এই দুটি ভাষা শোনার সময় ওদের মস্তিষ্কের প্রতিক্রিয়াগুলি কেমন? এই গবেষণাটি বুদাপেস্টের ইওটভোস লরান্ড ইউনিভার্সিটিতে লাউরা ভি কুয়্যার নেতৃত্বে করা হয়। তিনি বেশ কিছু বছর আগে মেক্সিকো থেকে তার পোষ্য কুকুর ‘কুন-কুন’কে নিয়ে এই শহরে চলে আসেন। “আমি অবাক হয়েছিলাম এটা ভেবে যে কুন-কুন কি লক্ষ্য করেছিল যে বুদাপেস্টের লোকেরা একটা অন্য ভাষা, হাঙ্গেরিয়ানে কথা বলে” – তিনি বলেন।
এই প্রথম আমরা কোনো গবেষণা থেকে জানতে পারলাম যে মানবমস্তিস্ক ছাড়া অন্য কোনো প্রাণীর মস্তিষ্ক দুটি ভিন্ন ভাষার মধ্যে পার্থক্য করতে পারে। মানুষের সাথে থাকতে থাকতে কুকুররা মানুষের ভাষার অডিটরি প্যাটার্ন বুঝতে পারে। – রাউল হার্নান্ডেজ-পেরেজ, গবেষণাটির সহ-রচয়িতা, এই কথাগুলি জানালেন। গবেষণার সময়ে কুন-কুন সহ অন্য কুকুরদের নিশ্চলভাবে ব্রেন স্ক্যানারের মধ্যে শুয়ে থাকার প্রশিক্ষণ দেওয়া হয়েছিলো। ওই কুকুরগুলির সবাই আগে নয় স্প্যানিশ ভাষা আর নয়তো হাঙ্গেরিয়ানের মধ্যে যে কোনও একটা শুনেছে। এই কুকুরদের মস্তিষ্ক তাদের সব থেকে চেনা ভাষা আর একদম অচেনা ভাষার ক্ষেত্রে ঠিক কেমন প্রতিক্রিয়া দেয়, এটা দেখাই ছিলো গবেষকদের প্রধান উদ্দেশ্য। এই কুকুররা স্প্যানিশ আর হাঙ্গেরিয়ান এই দুই ভাষাই শুনেছিলো এমনকি গবেষকরা এই ভাষাগুলির শব্দগুলোকে এলোমেলো করে অর্থহীন ভাবে ওদেরকে শোনায়। এটার মাধ্যমে গবেষকরা এটা বুঝতে চেষ্টা করেন যে ওরা অর্থপূর্ণ কথা আর অর্থহীন ভাষার মধ্যে পার্থক্য বোঝে কিনা।
মস্তিস্কের প্রতিক্রিয়াগুলির মধ্যে তুলনা করার সময় গবেষকরা কুকু্রদের মস্তিস্কের প্রাথমিক অডিটরি কর্টেক্সে স্বতন্ত্র কার্যকলাপের নিদর্শন খুঁজে পেয়েছেন। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে তারা অর্থপূর্ণ কথা ও অর্থহীন ভাষার পার্থক্য বুঝতে পারে।
যখন ওরা ওদের একটি চেনা ভাষা ও একটি অচেনা ভাষা শোনে তখন ওদের সেকেন্ডারি অডিটরি কর্টেক্স যা জটিল শব্দ বিশ্লেষণ করে, সেখানে ভিন্ন ভিন্ন কার্যকলাপ লক্ষ্য করা যায়। যে কুকুরের বয়েস যতো বেশি, তার দুটি ভাষার মধ্যে পার্থক্য নির্ধারণের ক্ষমতা ততো ভালো।
প্রতিবেদনে সঞ্চারী বসু
চিত্র ঋণ – সৃজন সৈয়দ
Discussion about this post