ঠাকুর দেখতে যাবেন আর নানা রকম প্যান্ডেল, আলোকসজ্জা ও প্রতিমা ক্যামেরাবন্দি করে রাখবেন না, তা কি আবার হয়! কিন্তু ভিড়ের মধ্যে, ভারী ডিএসএলআর ক্যামেরা নিয়ে তো ঠাকুর দেখা মুশকিল। তাই আপনার মোবাইলের ক্যামেরাতেই, আপনাকে তুলতে হবে প্রাণবন্ত ছবি, যা আগামী বছর পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। সে কথা মাথায় রেখে, যদি আপনি বর্তমানে আপনার মুঠোফোনটি বদলাতে চান, তাহলে এমন ফোন কিনুন, যার ক্যামেরা কোয়ালিটি হবে দুর্দান্ত। এখন বাজারে মাত্র ৩০ হাজার টাকার মধ্যে, এমন কিছু স্মার্টফোন রয়েছে, যেগুলির ক্যামেরার মান সত্যিই দুর্দান্ত। বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটের পুজো ও দিওয়ালি অফারে এর থেকেও সস্তায় আপনি পেয়ে যেতে পারেন এই ফোনগুলি। চলুন তাহলে দেখে নেওয়া যাক তালিকাটা।
১. রেডমি নোট ১৩ প্রো প্লাস
এই ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১.৫ কার্ভ, ১২০ Hz+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের ৭২০০ আল্ট্রা ৫জি প্রসেসর, ১২০ ওয়াট হাইপারচার্জ টেকনোলজিসহ ৫০০০ mAh ব্যাটারি এবং ৮ জিবি র্যাম। এই ফোনে আপনারা পিছনে ২০০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা পেয়ে যাবেন। প্রথম ক্যামেরাটিতে স্যামসাং আইসোসেল HP3 সেন্সর ব্যবহার করা হয়েছে। সঙ্গে নিজস্বী তোলার জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। দুর্দান্ত ক্যামেরা সহ এই স্মার্টফোনের দাম মাত্র ২৭,৯৯৯ টাকা।
২. স্যামসাং গ্যালাক্সি S23 FE
এক বছর পুরনো ফোন হলেও, এই ফোনটি এখন ৩০,০০০ টাকার নিচের অন্যতম ভালো স্মার্টফোন। এখানে আপনারা পেয়ে যাবেন, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, সঙ্গে রয়েছে স্যামসাংয়ের OneUI সাপোর্ট, ফলে আপনার ছবি তোলার অভিজ্ঞতা হবে দুর্দান্ত। এই ফোনে রয়েছে Exynos 2200 প্রসেসর। সঙ্গেই আপনারা পাবেন ৮ জিবি র্যাম ও বিভিন্ন রকম স্টোরেজ অপশন। ৪৫০০ mAh ব্যাটারি হলেও, যেহেতু এটা স্যামসাং কোম্পানির স্মার্টফোন, তাই ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো হবে। এই ফোনটির বর্তমান দাম ২৯,৯৯৯ টাকা।
৩. ওয়ানপ্লাস Nord 4 অথবা রিয়েলমি GT 6T
ওয়ানপ্লাস Nord 4 অথবা রিয়েলমি GT 6T এই বাজেটে লঞ্চ হওয়া একেবারে নতুন ফোন। মোটের উপর দেখতে গেলে দুটো ফোন প্রায় একই। কোয়ালকম স্ন্যাপড্রাগন কোম্পানির ৭+ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে দুটি স্মার্টফোনেই। দুটি ফোনেই রয়েছে একই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা। তবে, ফ্রন্ট ক্যামেরার দিক দিয়ে রিয়েলমি ভালো, কারণ এখানে ওয়ানপ্লাসের ১৬ মেগাপিক্সেলের ক্যামেরার বদলে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যায়। দুটি ফোনেই ৫৫০০ mAh ব্যাটারি রয়েছে, ফাস্ট চার্জিং সাপোর্টসহ। আর দুটি ফোনের দাম ২৮,০০০ থেকে ২৯,০০০ টাকার মধ্যেই ঘোরাফেরা করে।
Discussion about this post