শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপধাম। নবদ্বীপবাসীর দীর্ঘদিনের চাহিদায় সাড়া দিয়ে নতুন ভাবে সেজে উঠছে নবদ্বীপ স্টেশন। কিন্তু সমস্যার শুরু সেখানেই। স্টেশনের পুরনো ডিসপ্লে বোর্ডে চৈতন্য দেবের নাম থাকলেও নতুন বোর্ড থেকে তা বাদ পড়েছে। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সকল নবদ্বীপবাসী।
ইতিমধ্যেই এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে রেলের কাছে চিঠি দিয়েছে বহু সংগঠন। শ্রীচৈতন্য দেবের আসল জন্মভূমি নবদ্বীপ না মায়াপুর এ বিষয় নিয়ে বিতর্ক বহু দিনের। তবে এই ঘটনা বিতর্কিত বিষয়টির এক অন্যতম সংযোজন। সাধারণ নবদ্বীপবাসীর মনে একটিই প্রশ্ন – নবদ্বীপ ধাম স্টেশনের সাইনবোর্ড থেকে কেন সরানো হল ‘চৈতন্য জন্মভূমি’ পরিচয় ? এই ঘটনা শুধুই ভুলবশত: না পেছনে রয়েছে কোনো বড় কারণ।
এ বিষয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নবদ্বীপ শাখার সম্পাদক সৌমেন অধিকারী জানান – ‘নবদ্বীপ ধাম স্টেশনের পুরোনো ডিসপ্লে বোর্ডে লেখা ছিল ‘বার্থ প্লেস অব শ্রী চৈতন্য’ লেখাটি। নতুন বোর্ডে সেই কথাটি বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে রেলের দৃষ্টি আকর্ষণ করেছি। এটি সংশোধনের জন্য আবেদন জানানো হয়েছে।’ নবদ্বীপ পুরাতত্ত্ব পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দেব জানান – ‘তাদের তরফ থেকে রেলের কাছে এটি সংশোধনের জন্য চিঠি পাঠানো হয়েছে। এমন ঘটনা আগেও ঘটেছিল। তবে তাদের আবেদন করার পর তা সংশোধন করা হয়।
এই ঘটনায় ব্যথিত নবদ্বীপ বৈষ্ণব সমাজ। স্টেশনের তরফে এই ঘটনার দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হলেও। শুধু আশ্বাস নয় দ্রুত পদক্ষেপের দাবিতে অনড় নবদ্বীপবাসী। লিখিত চিঠি ছাড়াও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন বহু নবদ্বীপবাসী। তাদের কথায়- এই ঘটনার সমাধান না হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনে নামা হবে।
Discussion about this post