শহর কলকাতার ঠিক পাশেই পড়শি জেলা হিসেবে পরিচিত যে জেলা, তার নাম হাওড়া। এই জেলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী বিভিন্ন ইতিহাস। তেমনই এক ইতিহাসের আশ্রয়দাতা আজকের হাওড়া জেলার এক গুরুত্বপূর্ণ জনপদ বাঁকড়া। বর্তমানে ডোমজুড় ব্লকের অন্তর্গত এই অঞ্চলটি ছিল ধাড়সা পরগনার অধীন একটি জনপদ। তখন অবশ্য ভারতে মুঘল নবাবদের দৌরাত্ম্য। শেরশাহ থেকে আকবরের সাম্রাজ্যকাল অবধি বাঁকড়ার অবস্থান ছিল এটাই। তবে আজকের এই অঞ্চলের পরিচিতি আগেকার দিনে ছিল না। এমনকি সময় পরিবর্তনের সাথে চেহারাও পরিবর্তন হয়েছে আকাশ সমান।
শুনলে অবাক হবেন, বাঁকড়া অঞ্চল ছিল জলায় ঘেরা একটা দ্বীপ। আসলে প্রাচীন হাওড়ার বেশিরভাগ পথ ঘাট তখন নয় জলমগ্ন আর নয় তো বন জঙ্গলে ভরা। এখনকার হাওড়ার সঙ্গে মিলের থেকে অমিলটাই চোখে পড়ার মত। এই জলমগ্ন অবস্থায় একসময় হাওড়ার বাঁকড়া শহরে সরস্বতী নদী বয়ে যাওয়ার ফলে এক বিরাট বাঁকের সৃষ্টি করে। যা অনেকটা ধনুকের মত। বাঁকড়া শব্দের ‘ড়া’ শব্দটির অর্থ দ্রাবিড় ভাষায় জলাশয়ের পাশে উঁচু স্থান। সেই ধনুকাকৃতি জলাশয়ের পাশের উঁচু জায়গায় জনজাতি বসবাসের কারণে অঞ্চলটির নাম ‘বাঁকড়া’ হয়েছে। ‘বাঁক’ ও ‘ড়া’ এই দুই শব্দের বন্ধনে তৈরি হয়েছে ‘বাঁকড়া’ শব্দের।
পুরনো ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রাচীন হাওড়া জনপদে অনেক নদনদী, জলাশয়ের প্রমান পাওয়া যায়। বর্তমানে সেইসব জলাশয়গুলো মজে গিয়ে শহর গড়ে উঠলেও, রয়ে গেছে নামগুলো। হাওড়া মানচিত্র অনেকটা ত্রিভুজ আকৃতির। হাওড়ার পূর্বে ভাগীরথী, দক্ষিণ-পশ্চিমে রূপনারায়ণ, মাঝে দামোদর বয়ে চলেছে। তার সাথে বয়ে চলেছে সেকালের সরস্বতী। এরই সাথে মাকড়সার জলের মত ছোটো বড় বহু খাল বিল দীঘি রয়েছে। যেমন ধরুন কুক্কুরভুখ্খা জলা,রাজপুর খাল, বাকসি খাল, মেদিনীপুর খাল, আবার কাজীর চড়া শ্যামসুন্দর চড়া, মোল্লার চড়া, পাঁচলার চড়া ইত্যাদি।
পুরনো সেই বাঁকড়া জনপদ আজকের জৌলুসপূর্ণ বাণিজ্যিক বাঁকড়া অঞ্চল। এর একদিকে বোম্বে-দিল্লি রোড, অপরদিকে কোনা এক্সপ্রেসওয়ে। এই অঞ্চলের বুক চিরে বয়ে গেছে হাওড়া আমতা রোড, এখন যা আব্দুল কালাম আজাদ সরণী নামে পরিচিত। জামাকাপড়ের ব্যবসায় এখন রমরমা এই অঞ্চল। মূলতঃ হাটের কারবারই বাঁকড়ার অর্থনীতির মূল ভিত্তি। এই ব্যবসার ওপর ভিত্তি করেই গড়ে উঠছে বড় বড় ব্যবসায়ীদের ইমারত মার্কেট। রয়েছে বড় একটি সবজির বাজারও। সবকিছু মিলিয়ে শহরের প্রতিটা গুণাগুণ রয়েছে বাঁকড়ায়। জলায় ঘেরা একটা দ্বীপ থেকে আজ এই অঞ্চল বাজার হাট সবকিছুর পসরা সাজিয়ে একেবারে সরগরম!
Discussion about this post