ভারতবর্ষের নতুন শিক্ষা নীতি বা NEW EDUCATION POLICY মোটামুটি সর্বত্র চালু হয়ে গেছে। সনাতন পদ্ধতির যে শিক্ষাব্যবস্থা এখন আর শুধু সেটুকুতেই সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের সামনে হাতে কলমে শিক্ষা গ্রহণের দরজা খুলে দিতে হবে। আর সেই দ্বার উন্মোচনের কাজটাই আরো সহজ করে দিচ্ছে IIARI বা Integrated Institute For Advanced Research and Information.
IIARI এবার কলকাতার বহু সম্মানিত কলেজ শ্রীশিক্ষায়তনের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করল ভূগোল বিভাগের মাধ্যমে। উপস্থিত ছিলেন শ্রীশিক্ষায়তনের অধ্যক্ষ ড. অদিতি দে, ভূগোলের বিভাগীয় প্রধান ড. নিবেদিতা রায় বর্মণ এবং আইকিউএসি কো-অর্ডিনেটর অনুসূয়া দাস প্রমুখ। অন্যদিকে ছিলেন IIARI-এর কর্ণধার রাহুল চক্রবর্তী। তিনি জানান, এই বিভাগের শিক্ষার্থীদের তারা বেশ কয়েকটি অত্যাধুনিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাবেন যে সুযোগ পশ্চিমবঙ্গের খুব কম ইন্সটিটিউশনেই পাওয়া যায়। IIARI এর কর্ণধার রাহুল চক্রবর্তী আরও জানিয়েছেন মোট তিনটি ধারায় তারা শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাবেন—জিও আর্কিওলজি, জিও ট্যুরিজম্ এবং জিও হেরিটেজ। আর এই প্রত্যেকটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত থাকবে জিও স্পেসিয়াল প্রযুক্তি। যারা এ বিষয়ে পড়াশুনা করছেন তারা জিও স্পেসিয়াল প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে নিশ্চই অবগত।
এছাড়াও মউ চুক্তি স্বাক্ষরের সময় হাজির ছিলেন শ্রীশিক্ষায়তন কলেজের অন্যান্য অধ্যাপিকা ড. সুস্মিতা সেন, ড. জয়তী দাস, ড. সুস্মিতা গুপ্ত। এদিকে IIARI-এর অফিসিয়াল হিসেবে ছিলেন তানিয়া সেন, স্বাগতা ভট্টাচার্য্য, অভিনন্দন রায়, আসিফ নওয়াজ মোল্লা ও দিয়া বিশ্বাস। শ্রীশিক্ষায়তন কলেজ সূত্রে জানা গিয়েছে, তাঁরা IIARI-এর সাথে জোট বেঁধে পড়ুয়াদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, পরিবেশ সচেতনার মত বেশ কিছু বিষয় কাজ করবেন। যার ফলে আখেরে লাভ হবে পড়ুয়াদেরই।
IIARI-শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ করিয়ে থাকে। এমনকি মাসিক সাম্মানিকের ব্যবস্থাও আছে, তবে সেক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা ও আর্থিক অবস্থার ভিত্তিতেই সাম্মানিক দেওয়া হয়ে থাকে। এছাড়া নানা আধুনিক যন্ত্রের ব্যবহারিক প্রয়োগ এই সংস্থায় শেখানো হয়। ইতিমধ্যেই IIARI এর সাতজন ইন্টার্নের মধ্যে তিনজনের চাকরি পাকা হয়েছে। শ্রীশিক্ষায়তন কলেজে IIARI চুক্তি স্বাক্ষর করে ২১ আগস্ট, ২০২৩। সেদিন চিরাচরিত পথে নিজেদের স্বাক্ষর রেখে যায় IIARI সিড পেনসিল দানের মাধ্যমে। নারী প্রকৃতির এক অন্য রূপ। শ্রীশিক্ষায়তন কলেজের শিক্ষার্থীদের হাতে এই পেনসিল তুলে দিয়ে IIARI ছোটো ছোটো চারাগাছের ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছে। অন্যদিকে IIARI শিক্ষার্থীদের ভবিষ্যৎকেও এক নতুন দিশা দেখাচ্ছে তাদের ইন্টার্নশিপের মাধ্যমে। এহেন উদ্যোগের সামগ্রিক সাফল্যই শিক্ষার্থীদের চারাগাছ থেকে মহীরুহ করে তুলবে এমনটা আশা রাখা বাঞ্ছনীয়।
Discussion about this post