বংশ বাঁচাতে ৮০০ সন্তানের জন্ম। কী শুনে অবাক লাগছে তো? ডারউইনের তত্ত্ব মেনেই অস্তিত্বের জন্য লড়াইটা চালিয়ে গিয়েছে দিয়াগো। বর্তমানে পরিবেশের অসামঞ্জস্যতার কারণেই নানা প্রাণী বিলুপ্তির পথে হাঁটা লাগিয়েছে। তার মধ্যে কচ্ছপ অন্যতম। তেমনই একটি লুপ্তপ্রায় প্রজাতিকে বাঁচাতেই একেবারে এত্তগুলো ছানাপোনা নিয়ে হাজির দিয়াগো।
দিয়াগো আসলে বিলুপ্তপ্রায় গ্যালাপ্যাগোস একটি পুরুষ কচ্ছপ। তার বয়স এখন ১০০ বছর। ওজন ৮০ কেজি, ৯০ সেন্টিমিটার তার দৈর্ঘ্য, ১.৫ মিটার তার উচ্চতা। ৫০ বছর আগে এই প্রজাতির ২টি পুরুষ ও ১২টি মহিলা কচ্ছপই বেঁচে ছিল। অবলুপ্তির মুখে দাঁড়িয়ে থাকা এই প্রজাতিকে বাঁচাতেই ১৯৬০ সাল থেকে শুরু হয় তাদের বাঁচানোর ব্রিডিং পোগ্রাম। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সান্তা ক্রুজ দ্বীপে রাখা হয় দিয়েগোকে। বর্তমানে এই প্রজাতির সংখ্যা ২০০০ এর কাছাকাছি। যার মধ্যে ৪০% এর জন্ম দিয়েছে দিয়াগো।
বিশেষজ্ঞদের মতে দিয়াগোর ব্যক্তিত্বই তার সাফল্যের কারণ। অত্যন্ত উগ্র ও সক্রিয় হওয়ার জন্যই বিশেষ আকর্ষনীয় মহিলা কচ্ছপদের কাছে। তবে দিয়াগো ছাড়াও ৫ টি কচ্ছপ আছে যারা ৬০% প্রজাতি সংখ্যা বাড়িয়েছে।
Discussion about this post