উত্তরপ্রদেশের বেরেলি বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা একটি দল বহিরাগত শ্রমিকদের ওপর রাসায়নিক কীটনাশক স্প্রে করে বলে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার দুপুর নাগাদ। তথ্য অনুযায়ী, কিছু বহিরাগত শ্রমিক দিল্লি এবং নয়ডা থেকে হেঁটে তাদের বাড়ি ফিরছিলেন। বেরেলি বাসস্ট্যান্ডের কাছে কিছু অফিসার তাদের বসতে বলেন। তাদের বাসে করে বাড়ি ফেরানোর এবং খাবারের ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়। শ্রমিকদের একজন মোহাম্মদ আফজল বলেন, তারা প্রায় ৫০ জন বাস এবং খাবার আসার অপেক্ষায় সেখানে বসে ছিলেন। কিছুক্ষণ পরই ইউনিফর্ম পরা কয়েকজন এসে তাদের উপর জল ছেঁটাতে শুরু করেন। তাদের সঙ্গে থাকা বাচ্চাগুলি ভয় পেয়ে কাঁদতে শুরু করে। টিমটির দাবি, তারা নাকি ‘স্যানিটাইজেশন টিম’য়ের অন্তর্ভুক্ত এবং শ্রমিকদের পরিচ্ছন্ন করার উদ্দেশ্যেই এই কাজটি তারা করছেন। আফজলের আরও দাবি, জলের মত পদার্থটি ছেটানোর পর বাচ্চাগুলি চোখ চুলকাতে শুরু করে ও তাদের শরীরে র্যাশও বেরোয়।
সূত্র অনুযায়ী, শ্রমিকদের উপর যে কীটনাশক তথা জীবাণুনাশক ছেটানো হয়েছিল সেটি হল সোডিয়াম হাইপোক্লোরাইডের লঘু মিশ্রণ। এটি লন্ড্রিতে ব্লিচ হিসাবে ব্যবহৃত হয়। মিশ্রনটি ছেটানোর পর শ্রমিকের দলটি আর কোনও রকম অপেক্ষা না করে পায়ে হেঁটে তাদের বাড়ির উদ্দ্যেশ্যে রওনা হয়। স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব লাভ আগরওয়ালকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, গোটা ঘটনাটিই নাকি অতিরিক্ত তৎপর আধিকারিকদের উৎসাহে ঘটেছে। সেই মুহূর্তে তদন্তের জন্য কোনও ‘এসওপি’ সেখানে উপস্থিত ছিলেন না, একথাও জানান তিনি। বেরিলির জেলা শাসক জানান, এই ঘটনা যারা ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ রয়েছে।
Discussion about this post