করোনা ঠেকাতে যথা সম্ভব বিধি-নিষেধ চালু করেছে এ রাজ্যের হাসপাতালগুলি। নিয়মের কড়াকড়িতে আমরি কর্তৃপক্ষ ওয়ার্ডের ভেতরে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছেন। হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়-পরিজনরা যাতে তাদের প্রিয়জনের সঙ্গে দেখা করতে পারেন, তার জন্য এক মানবিক ভাবনা বাস্তবায়িত করা হল। সল্টলেকে অবস্থিত আমরি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁরা ভিডিও কলের মাধ্যমেই ভার্চুয়াল ভিজিটিং আওয়ার্স চালু করলেন।
আপাততঃ সল্টলেক আমরিতে চালু হলেও ঢাকুরিয়া এবং মুকুন্দপুর আমরিতেও এই ব্যবস্থা শুরু করা হবে। প্রতি রোগী পিছু ৩-৪ মিনিট সময় বরাদ্দ থাকবে। বিকেল সাড়ে ৪ টে থেকে সাড়ে ৫ টা পর্যন্ত এই ভিডিও কল করা যাবে। ভিডিও কলে কথা বলানোর দায়িত্বে থাকবেন আমরি হাসপাতালের নার্সরাই।
Discussion about this post