করোনা যখন এলোই তখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো না দেখে যে যাওয়ার নাম করবেনা তা আগেভাগেই বুঝতে পেরেছিল কলকাতার তাবড়-তাবড় পুজো কমিটি গুলো। পুজো তো হবেই এবং করোনা ঠেকাতে থাকবে বাড়তি ব্যবস্থাও। তাই তিলোত্তমার পুজো কমিটিগুলোর এবারের নয়া উদ্যোগ করোনা পরিস্থিতিতে এবছর ‘শহরের ঠাকুর দেখুন হেঁটে নয় নেটে’।
হিডকোর সহযোগিতায় আত্রেয়ী নির্মাণ ও মিরাকির যৌথ উদ্যোগে বিশ্বে প্রথমবার সব জায়গার দুর্গাপুজোর সংরক্ষণের জন্য তৈরি করা হচ্ছে একটি বিশাল ডিজিটাল আর্কাইভ। যার নাম ‘দুর্গাফেস্ট ডট কম’ (Durgafest.com)। এই ওয়েবসাইটের মাধ্যমে বাড়ি বসেই দেখা যাবে লাইভ আরতি, সন্ধিপুজা, অঞ্জলি থেকে সিঁদূর খেলা। রাত জেগে লাইন দিয়ে সেরা পুজো দেখার অভিজ্ঞতা না পেলেও, ঘরে বসেই ভোটও দেওয়া যাবে পছন্দের প্রিয় পুজোগুলিকে।
উত্তর থেকে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী প্রতিমা যেমন ত্রিধারা, দেশপ্রিয় পার্ক, সঙ্ঘশ্রী, শোভাবাজার রাজবাড়ি, বাগবাজার কিংবা হাঙ্গেরির মতো বনেদি বাড়ির পুজো, সানফ্রান্সিসকো, নিউজিল্যান্ড-জাপান বা বাংলাদেশে দেবীর আরাধনা সব কিছুই এক ক্লিকেই ভেসে উঠবে চোখের সামনে। এই ওয়েবসাইটটির অন্যতম অংশীদার আত্রেয়ী নির্মাণের ম্যানেজিং ডিরেক্টর ইন্দ্রজিত রায় বলেন, “আমরা কলকাতার প্রায় দেড়শো পুজোর অনলাইন স্ট্রিমিং এবং তাদের মণ্ডপ উপস্থাপনের চেষ্টা করছি”। তাই ভিড় ঠেলে, নতুন জুতোর ফোস্কা নিয়ে হেঁটে, সারারাত জেগে হৈ-হুল্লোড় না হলেও এবার পুজো কিন্তু বেশ আরামের। বাড়ি বসেই এক ক্লিকেই কোনো রকম বাড়তি খরচ, বা শারীরিক কষ্ট ছাড়াই পৌঁছে যাওয়া যাবে প্রতিটা প্যান্ডেলে, তাই নিরাশ না হয়ে বরং জমিয়ে প্ল্যান করুন, আর তো মাত্র ক’টা দিন।
Discussion about this post