গোটা বিশ্বে বায়ুদূষণ এক বিশাল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দূষণের কবলে ভারতের পরিস্থিতিও বেহাল। ‘কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ’ দেশের ৪৩ টি শহরের বায়ুর গুণগতমান নিয়ে একটি সমীক্ষা চালায়। সেখানেই উঠে আসে এই তথ্য। বিগত বেশ কিছু বছর ধরে দিল্লিতে বায়ুদূষণ মাত্রা ছাড়াচ্ছে। কিন্তু খুব আশ্চর্য্যের সঙ্গে এ বছরের সমীক্ষায় দেখা যায় দিল্লি নয়, দেশের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে বারাণসী। ২০১৮ সালে ‘হু'( বিশ্ব স্বাস্থ্য দফতর) বারাণসীকে বিশ্বের তৃতীয় সবচেয়ে দূষিত শহরের আক্ষ্যা দেয়। এরই সঙ্গে গঙ্গার জলের দূষণের পরিমাণ অস্বাভাবিক বেড়েছে। বারাণসীর সাংসদ খোদ দেশের প্রধানমন্ত্রী ২০১৯-এর মধ্যে গঙ্গাকে দূষণ মুক্ত করার প্রতিশ্রুতি নিয়েছিলেন। যদিও দেখা যাচ্ছে গত তিন বছরে গঙ্গায় দূষণ ভীষণভাবে বেড়েছে। ফলে ক্ষোভ দেখা দিচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
দূষণ এতটাই মারাত্মক আকার নিয়েছে যে, কাশীতে মহাদেবের মূর্তিতে মুখোশ পরানো হয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ঠাণ্ডা পড়লেই শীতবস্ত্রে আচ্ছাদিত করা হয় দেবতাদের। তবে এসবের বাইরে, বাস্তবতায় ফিরে এসে বলতেই হচ্ছে, এসবের থেকে খুব দ্রুত নিস্তারের প্রয়োজন। নাহলে ‘বার্ধক্যের বারাণসী’ অচিরেই পরিণত হবে ‘দূষণের বারাণসী’তে।
Discussion about this post