তীর্থে পূণ্য লাভ হয় একথা সবারই জানা। তবে এবারে তীর্থে যাবার পথেই ঘটলো বিপত্তি। হেলিকপ্টারে প্রায় শ’খানেক মানুষ যেতে চাইছিলেন বৈষ্ণোদেবী দর্শনে। কিন্তু সে গুড়ে বালি। প্রতারণার শিকার প্রায় শ’খানেক মানুষ। বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যেই সকলেই হেলিকপ্টার ভাড়া করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গিয়েছে।
ট্রাভেল এজেন্ট হিসেবে নিজেদের জারি করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, এমনটাই অভিযোগ তাদের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করা হয়েছে দিল্লিতে। দিল্লির সাইবার ক্রাইম বিভাগ জানায়, দর্শনার্থীদের সংখ্যা ছিল ১১২। তাদের সকলেই অগ্রিম বাবদ টাকা জমা করেছিলেন প্রতারকদের কাছে। শাহদারার এক ব্যক্তির অভিযোগ, অনলাইন হেলিকপ্টার বুকিং করতে গিয়ে এইরকম প্রতারণার শিকার হন তিনি। দিল্লিতে এর আগেও একই অভিযোগ দায়ের হয়েছে। বর্তমান অভিযোগের ক্ষেত্রে পুলিশ জানায়, “অভিযোগকারীদের কাছ থেকে মোট ৬ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে।”
দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, “একই কায়দায় সকলের থেকেই টাকা চাওয়া হয়। অগ্রিম নেওয়ার পরে আবারও টাকা নেয় তারা। টাকা জমার পর ফোনে আর কোনো পাত্তা মেলেনি তাদের। অভিযোগকারীদের থেকে প্রতারকদের ডিটেল ইতিমধ্যে পুলিশ নিয়েছে। অভিযুক্তদের অ্যাকাউন্ট নম্বরের বিবরণ পেতে তারা ব্যাঙ্কগুলিতেও নোটিশ পাঠিয়েছে। বাকিটা সময়ের অপেক্ষা।
Discussion about this post