২০২৩ সালের ৭ অক্টোবর প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী হামলা করেছিল ইজরায়েলের উপর। সেই হামলার পর থেকেই ইজরায়েলও প্যালেস্তাইনের ওপর আক্রমণ করেছে। সেই আক্রমণ চলছে এখনও। ঐতিহাসিকভাবে ইজরায়েল এবং প্যালেস্তাইনের রাজনৈতিক সংঘর্ষ নতুন কিছু নয়। বিশ শতকের মাঝামাঝি শুরু হওয়া এই দ্বন্দ্ব বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বগুলির মধ্যে একটি। এই সংঘাতের মূল কারণগুলি হল প্যালেস্তাইনের পশ্চিম অংশ এবং গাজা উপত্যকায় ইজরায়েলের দখলদারি, নিরাপত্তা ও জলের অধিকার, ফিলিস্তিনিদের স্বাধীনতা ইত্যাদি। এই একই কারণ নিয়েই বর্তমানে চলা এই যুদ্ধ।
সরকারিভাবে ইজরায়েল সম্প্রতি জানিয়েছে এই লড়াইতে নিহত হয়েছেন ১২০০ জন ইজরায়েলি। অন্যদিকে গাজার সরকারি তথ্য অনুসারে ইজরায়েলের আক্রমণে প্যালেস্তাইনে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই রয়েছেন শিশু ও মহিলা। তাই এই যুদ্ধ ও যুদ্ধের পরিণতির সাপেক্ষে গাজা এই সংঘর্ষকে ইজরায়েলের ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে। এই গণহত্যার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন আমেরিকান বায়ুসেনার এক সদস্য।
রবিবার দুপুর ১২.৫৮ মিনিটে মার্কিন দূতাবাসের সামনে গায়ে আগুন দেন অ্যারন বুশনেল। গায়ে আগুন দেবার পর ওই অবস্থাতেই ‘ফ্রি প্যালেস্টাইন’ শ্লোগান দিয়েছিলেন ২৫ বছরের এই যুবক। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। টেক্সাসের সান আন্তোনিওতে ইঞ্জিনিয়ার ছিলেন অ্যারন। ২০২০ সাল থেকে তিনি আমেরিকান বায়ুসেনাতে কর্মরত ছিলেন। আত্মঘাতী হবার আগে তিনি সংবাদমাধ্যমের কাছে ভিডিও বার্তা পাঠান। সেখানে অ্যারন জানান, যে প্যালেস্তাইনের মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে তিনি এই প্রতিবাদের পরিকল্পনা নিয়েছেন।
Discussion about this post