রাজ্য সহ তিলোত্তমার বুকে দিনের পর দিন বেড়েই চলেছে করোনার দাপট। রাজ্যকে করোনা মুক্ত করতে চলছে তীব্র লড়াই। যুদ্ধক্ষেত্রে নেমেছেন সৈন্যদলও। যাদের আমরা চিনি চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নামে। সেই যুদ্ধেই এবার নিজেদের সামিল করলেন করোনা-জয়ীরাও। কীভাবে? মাত্র একটা ফোন-কলের মাধ্যমে। করোনা আক্রান্তদের সাহায্যে এবার রাজ্যে চালু হতে চলেছে কোভিড কল সেন্টার। সেই কল সেন্টারেই থাকবেন করোনা-যুদ্ধে জিতে ফিরে আসা মানুষজন। অর্থাৎ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন যারা। সংক্রামিত হয়েছেন এরকম সন্দেহে কোনও ব্যক্তি কল সেন্টারে ফোন করলে ফোনটি ধরবেন করোনা-জয়ীরাই। দেবেন পরামর্শ। দরকারে ঠিকানা জেনে পৌঁছেও যাবেন অসুস্থ মানুষটির বাড়ি। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির প্রয়োজন সমস্তরকম ব্যবস্থাও করে দেবেন তিনিই। এভাবেই করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এই অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।
আপাততঃ কলকাতা পুরসভার ১৬টি বরোতেই চালু হচ্ছে এই কল সেন্টার। চালু থাকবে ২৪ ঘন্টা, সপ্তাহের ৭ দিনই। থাকবে একটি নির্দিষ্ট নম্বর৷ সেখানে ফোন করলেই জানা যাবে কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য। মিলবে প্রশ্নের উত্তরও। তবে কল সেন্টারে নিয়োগের আগে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে করোনা-জয়ীদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে শুধু তাদের নিয়েই কেন চালু হবে এই কল সেন্টার? উত্তরটা খুবই সহজ। সদ্য করোনা মুক্ত হয়ে যারা ফিরেছেন তাদের শরীরে দ্বিতীয়বার করোনা সংক্রামিত হওয়ার আশঙ্কা কমই বলা চলে। তাই করোনা আক্রান্তদের সংস্পর্শে এলেও তাদের শরীরের মাধ্যমে সেই ভাইরাস আর ছড়াতে পারবে না। তাই এই সিদ্ধান্ত। এছাড়াও করোনা যোদ্ধাদের জন্য মাসিক ভাতা এবং অন্ন-বাসস্থানেরও ব্যবস্থা করা হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে। পুরমন্ত্রীর এই সিদ্ধান্তে এখন আশার আলোর দেখছেন রাজ্যবাসী। অন্ততঃ তাঁরা একা নন। এই লড়াইয়ে পাশে রয়েছেন আরও বহু মানুষ। প্রয়োজনে বাড়িয়ে দেবেন সাহায্যের হাত। সেই ভরসাতেই এখন দিন গুনছেন রাজ্যবাসী।
Discussion about this post