সাবধান! বাঁদর কিন্তু সব মনে রাখে। এ যেন সিনেমার গল্পের মত। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিড অঞ্চলে। বেশ কয়েকদিনের চেষ্টার পর অবশেষে বন দফতরের হাতে ধরা পড়ল কুকুর খুনে অভিযুক্ত দুই বাঁদর। স্থানীয় সূত্রে জানা যায়, গত দু’তিন মাসে প্রায় ২৫০ এর অধিক কুকুর ছানার মৃত্যুর পেছনে রয়েছে এই দুই বাঁদরের হাত।
স্থানীয় বাসিন্দারা জানান, এ যেন এক প্রতিহিংসার কাহিনী। ঘটনার সূত্রপাত হয় মাস তিনেক আগে। এক বাঁদর ছানাকে কিছু কুকুর মিলে মেরে ফেলে। তারপর থেকেই শুরু হয় কুকুর ছানা মৃত্যুর ঘটনা। বাঁদর দুটি প্রথমে কুকুর ছানাদের তুলে কোনও উঁচু জায়গায় নিয়ে যেত। তারপর সেখান থেকে তাদের নীচে ফেলে দিত।
কিন্তু কিছুদিন ধরে কুকুর ছানার পাশাপাশি বাঁদর দুটি ছোট স্কুল শিশুদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে। তখন স্থানীয় বাসিন্দারা বন দফতরকে জানাতে বাধ্য হয়। বিড অঞ্চল বনদফতরের আধিকারিক সচীন কান্দের কথায়- “নাগপুর বনদফতর কুকুর খুনে অভিযুক্ত বাঁদর দুটিকে ধরেছে। তাঁরা খুব শীঘ্রই হনুমান দুটিকে নাগপুরের নিকটবর্তী বনাঞ্চলে ছেড়ে দেবেন।” সোশ্যাল মিডিয়ায় এই অদ্ভুত বিষয় সামনে আসতেই অবাক বহু সাধারন মানুষ। কেউ কেউ মজা করে টুইটারে #MonkeyvsDog হ্যাসট্যাগও শুরু করেছেন।
Discussion about this post