শ্রীরামপুরে দাস বাড়ির দুর্গাপুজোয় ষষ্ঠীতে থ্যালাসেমিয়া শিশুদের হাতে তুলে দেওয়া হল ৩ মাসের ওষুধ। এর ফলে উপকৃত হলেন রমেশ চন্দ্র দেব স্মৃতি রক্ষা কমিটি সংগঠনের শিশুরা। এছাড়া বিশিষ্টজনদের সম্মাননা জ্ঞাপনের সাথে শ্রীরামপুরের সুরাঙ্গন-অভিজ্ঞান শিক্ষণ কেন্দ্রের শিল্পীদের নিয়ে আগমনী গানের এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা ডাঃ প্রদীপ কুমার দাস বলেন, করোনা সংক্রমণের প্রেক্ষাপটেই হাজির বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজো। এই পুজোয় আনন্দ করা এবং সুস্থ থাকতে চাওয়ার অধিকার সবারই রয়েছে। আজ দাস বাড়ির এই দুর্গা পুজোর তরফে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের হাতে আমরা কিছু ওষুধ তুলে দিলাম যাতে আগামী ৩ মাস ধরে তাঁরা নিজেকে ঠিক রাখতে পারে। তিনি আরও বলেন, এভাবে যদি আমরা একে অন্যের পাশে থাকি তাহলে যথার্থ মনুষ্যত্বের পরিচয় দিতে পারবো।
Discussion about this post