কথায় আছে গুরুদক্ষিণা ছাড়া শিক্ষা অপূর্ণ থেকে যায়। কিন্তু কখনও কখনও শিক্ষক-ছাত্রের দক্ষিণা দান সম্পর্ককে ছাপিয়ে শিক্ষক ভগবানের রূপ ধারণ করেন। বর্তমানে সেই রূপেই ধরা দিলেন পলতা এলাকার স্বনামধন্য গৃহশিক্ষক বিকাশ কীর্ত্তনীয়া। রোজ রোজ মহামারীর খবর শুনতে শুনতে মানুষ সত্যিই বড় ক্লান্ত। বহু মানুষের চাকরি, রোজগার, বেঁচে থাকার জন্য সামান্যতম উপার্জন – সব আজ হারিয়ে গিয়েছে। সেখানে পড়াশোনা তো এক প্রকার বিলাসিতা। এইরকম অভিযোগও উঠে আসছে। তবে বিকাশ বাবুর মতো ভগবানরা পড়াশোনাকে এত সহজে বিলাসিতা হতে দেবেন কেন?
অতি সাধারণ জীবনে অভ্যস্ত বিকাশ কীর্ত্তনীয়া। গরিব ঘরে মানুষ বলে বিলাসিতাকে তার কখনই আয়ত্ত্ব করা হয়নি। কিন্তু চোখে স্বপ্ন ছিল শিক্ষক হবার। বর্তমানে এক সরকারি বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক। এই পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের জন্য তিনি এক মহৎ সামাজিক উদ্যোগ নিয়েছেন। বিনা পারিশ্রমিকে শিক্ষাদান সহ পড়াশোনার সামগ্রীও তুলে দেবেন ছাত্র ছাত্রীদের হাতে।
মহামারীর কবলে ভয়াবহ ক্ষতিগ্রস্ত ছাত্র জীবন। একাদশ-দ্বাদশের মতো গুরুত্বপূর্ণ শ্রেণীগুলিও থমকে গেছে। এ অবস্থায় পলতা ও তার পার্শ্ববর্তী এলাকার একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের যোগাযোগ করতে বলেছেন ৯৮৭৫৪২১৬২৫ নম্বরে। “দেড় বছর হল স্কুল বন্ধ, মন ভালো নেই। অসহায় দুঃস্থ ছাত্র ছাত্রীদের জন্য সব সময় আছি।” এমনই আশ্বাস দিলেন বিকাশ বাবু।
Discussion about this post