নখের উপর ছবি এঁকে ইতিহাস সৃষ্টি! নাহ, আসল নখ নয়। তবে ‘আর্টিফিসিয়াল’ বা কৃত্রিম নখের মতো ছোট্ট একটি ক্যানভাসের ওপর ছবি এঁকেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলল বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা বুবুন পাল। বছর বাইশের বুবুন মন্তেশ্বরের সুটরা গ্রামের বাসিন্দা। নেশা ছবি আঁকা। বর্তমানে লখনউ ইউনিভার্সিটি থেকে আর্ট নিয়ে পড়াশোনাও করছে সে। এর মধ্যেই চলছে শিল্প-চর্চা। সেই শিল্পের জোরেই এবার খবরের শিরোনামে বুবুন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আয়োজিত অনলাইন এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে। বিষয় ছিল, তিন মিনিটের মধ্যে ক্ষুদ্রতম এক ক্যানভাসের ওপর ছোট্ট কোনও শিল্প সৃষ্টি করা। প্রতিযোগিতায় মাত্র তিন মিনিটের মধ্যেই পাঁচটি কৃত্রিম নখের ওপর নেতাজী সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী ভগৎ সিং এবং ভারতের পতাকা হাতে এক ব্যক্তির ছবি এঁকে ফেলে বুবুন। ছবিগুলি আঁকতে পেনসিল, জেল নেলপলিশ ব্যবহার করে বুবুন। তারই সঙ্গে যোগ হয় তার নিপুণ হাতের ছোঁয়া। এরপরই রেকর্ডসের খাতায় নাম ওঠে তার। গত শুক্রবার ডাক-পোস্টের মাধ্যমে মেডেল এবং শংসাপত্র হাতে পায় বুবুন।
ছোট্ট গ্রাম সুটরার এক সাধারণ ছেলে বুবুনের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার থেকে গ্রামের মানুষজনও। স্বাভাবিকভাবেই নিজেও অত্যন্ত খুশি বুবুন। ‘ডেইলি নিউজ রিল’কে সে জানায়, এটাই তার জীবনের প্রথম রাজ্যের হয়ে বড় কিছু অর্জন। বর্ধমানের ছোট্ট গ্রাম সুটরা হয়ত তেমনভাবে বাইরের জগতের কাছে পরিচিত নয়। সেই গ্রামের বাসিন্দা হয়ে এই রেকর্ড তার কাছে প্রায় স্বপ্নের মতই বলা চলে। পাশাপাশি বুবুন এই কাজে তাকে উৎসাহিত করার জন্য তার কিছু শুভাকাঙ্ক্ষীকে কৃতজ্ঞতাও জানিয়েছে। সৌরভ আদক, শ্রীকান্ত পাল, সঞ্জয় পাল, শর্মিলা সরকার, পিয়াসা সরকারের মত কিছু মানুষরাই তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছে এ কথাও সে জানাতে ভোলেনি। আসলে ছোট্ট এক গ্রামের ছেলে হলেও স্বপ্ন দেখতে তো দোষ নেই! আর সেই স্বপ্নকে আংশিক সত্যিও করে ফেলেছে। এবার লক্ষ্য আরও বড় স্বপ্নপূরণের।
Discussion about this post