অতি সম্প্রতি চলে গেল রঙের উৎসব দোল। ঘরের কোণ থেকে মনের সাদা-কালো আমরা রঙিন করে তুলেছি আবিরের আদরবাসায়। তবে পাশাপাশি দায়িত্ব হিসেবে এটিও আমাদের মনে রাখা কর্তব্য ছিল যে, কুকুর-বেড়ালের মতো অবলা প্রানীদের রঙ দেওয়া উচিৎ নয়। কারণ তাদের চামড়া অত্যন্ত পাতলা এবং সংবেদনশীল। তাই তাদের গায়ে রঙ দিলে মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে।
‘ডেইলি নিউজ রিল’এর তরফে পশু চিকিৎসক পিনাকী দাসের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তার বক্তব্য, মানুষের ত্বক আর পশুদের ত্বকের গঠন কোনভাবেই এক নয়। পশুদের ত্বক অনেকটাই পাতলা এবং সংবেদনশীল। কাজেই তার কথায় বাজার চলতি রঙ বা আবির তাদের গায়ে দেওয়া হলে অবলা প্রাণীদের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। আমাদের রঙের কারণে ত্বকের সমস্যা হলে আমরা বুঝতে পেরে ডাক্তার দেখাই। পশুদের পক্ষে সেটি সম্ভব নয়।
২০১৯ সালে প্রশাসন নিয়ম চালু করে যে, কুকুরের গায়ে রঙ বা আবির দিলে ৬ মাসের জেল পর্যন্ত হতে পারে। অথচ এত কিছুর পরেও আটকানো গেলো না আনন্দের নামে বেলেল্লাপনা। দোল কেটে যাওয়ার এক সপ্তাহ পরেও ইতি উতি গায়ে রঙ লাগা অবস্থায় কুকুরের বাচ্চাদের দেখা মিলছে। অর্থাৎ, দুধের সারমেয় সন্তানদেরও মানুষ রেয়াত করছে না। মাববিকতা বিসর্জন দিয়ে একের পর এক কুকুরছানাকে গায়ে রঙ দেওয়ার চিত্র ইতিমধ্যেই আমাদের চোখে পড়েছে বহু জায়গায়।
Discussion about this post