সম্প্রতি ফেসবুকে এক ব্যক্তি একটি অদ্ভুত দর্শন প্রাণীর ছবি শেয়ার করতেই তৈরি হয় চাঞ্চল্য। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জঙ্গলে এই বিরল প্রজাতির হিংস্র প্রাণীর দেখা মিলেছে বলে দাবি করেন ওই ব্যক্তি। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ”গতকাল অযোধ্যা পাহাড়ের জঙ্গলে এই বিরল জন্তুটি দেখা যায়। পুরুলিয়ার দিকের বন্ধুরা বিস্তারিত কিছু বলতে পারেন।”
মানুষের মত মুখ, সরীসৃপের মত দেহ সম্বলিত একটি কদাকার প্রাণীর ছবির সঙ্গে দুই আহত ব্যক্তির ছবি শেয়ার করেন ওই ব্যক্তি, যা দেখে স্বাভাবিক ভাবেই মনে হতে পারে ওই জন্তুই এই হাল করেছে। এদিন, এই ছবি এবং প্রাণীর অস্তিত্বকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন পুরুলিয়ার ডিভিশনাল ফরেস্ট অফিসার রামপ্রসাদ বদনা। তিনি এক সংবাদ মাধ্যমকে জানান, “হায়না আক্রমণের ঘটনাটি এক মাস আগের। জঙ্গলের ভেতর বাছুরকে আক্রমণ করে হায়নাটি। তাকে বাঁচাতে গিয়ে হাতে অল্প একটু আঁচড় লাগে ওই ব্যক্তির। ফেসবুকে ভাইরাল হওয়া হিংস্র প্রাণীর সাম্প্রতিক আক্রমণের ঘটনাটি মিথ্যে।”
যদিও এই ভুয়ো খবরকে অনেক মিডিয়াই রঙ চড়িয়ে চটকদার করে তুলেছে। কিন্তু এর জেরে কেবলই তৈরি হচ্ছে বিভ্রান্তির। পুরুলিয়ার ডিভিশনাল ফরেস্ট অফিসার রামপ্রসাদ বদনা সাধারণ মানুষকে সতর্ক করে জানান, “ভুয়ো খবরে আতঙ্কিত হবেন না, বরং সতর্ক থাকুন।”
Discussion about this post