এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষের অর্থ তো প্রায় সবারই জানা। কিন্তু বিশ্বকোষের নামে কোনও রাস্তা কি কারোর পরিচিত? হ্যাঁ, শহর কলকাতার বুকেই রয়েছে এমন এক রাস্তা। উত্তর কলকাতার বাগবাজার মাল্টিপারপাস বিদ্যালয়ের ঠিক পাশেই অবস্থিত এই ‘বিশ্বকোষ লেন’। অতীতে যার নাম ছিল কাঁটাপুকুর বাই লেন। হঠাৎ তার নাম বদলে বিশ্বকোষ কেন হল? তার পিছনেও রয়েছে এক গল্প। রাস্তাটির সঙ্গে গভীর ভাবে যুক্ত রয়েছেন এমন এক ব্যক্তি, যিনিই প্রথম সংকলিত করেন বাংলা এনসাক্লোপিডিয়া। তিনি নগেন্দ্রনাথ বসু, থাকতেন এই গলিরই একটি বাড়িতে।
প্রাচীন ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিক নগেন্দ্রনাথ বসু ১৮৬৬ সালের ৬ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। সাহিত্যের প্রতি এক গভীর প্রেমে মজে যৌবনকাল থেকেই নাটক ও উপন্যাস লিখতে শুরু করেন তিনি। বিখ্যাত সাহিত্যিক শেক্সপিয়রের হ্যামলেট ও ম্যাকবেথ নাটকের বাংলা অনুবাদও তিনিই করেন। এছাড়াও দুটি বিখ্যাত জার্নাল সম্পাদনার কাজও তিনি করেন। এরপরই তিনি যোগ দেন এশিয়াটিক সোসাইটিতে। ১৮৮৮ সালে নগেন্দ্রনাথ বাংলা বিশ্বকোষের প্রথম সংস্করণ প্রকাশের জন্য সম্পাদনা শুরু করেন। যদিও ১৯১১ তে বইটি প্রথম প্রকাশিত হয়। তাঁর মস্তিষ্ক প্রসূত এই বইটি বের করার জন্য দীর্ঘ ২২ বছর ধরে তিনি পরিশ্রম করে গিয়েছিলেন। ১৯১১ সালে প্রকাশিত বাংলা বিশ্বকোষের ২২টি খন্ডই নিজের হাতে রচনা করেছিলেন। এর প্রায় ২০ থেকে ২২ বছর পর দ্বিতীয় সংস্করণ প্রকাশের কাজে হাত দেন তিনি। তবে সেই নতুন সংস্করণটির মাত্র ৪টি খন্ডই প্রকাশিত হয়। ১৯৩৮ সাল নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন নগেন্দ্রনাথ। ফলে অসম্পূর্ণই থেকে যায় বিশ্বকোষের নতুন সংস্করণ।
কাঁটাপুকুর বাই লেনের ৮ নম্বর বাড়িটিতেই সারাজীবন কাটিয়েছিলেন নগেন্দ্রনাথ। তবে বর্তমানে তাঁর বংশধরেরা বসবাস করেন সেখানে। নগেন্দ্রনাথের সম্মানেই ১৯১৫ সালের ১৭ মার্চ সেই গলিটির নাম বদলে রাখা হয় ‘বিশ্বকোষ লেন’। বাড়িটিকেও ‘হেরিটেজ’ আখ্যা দেওয়া হয়েছে। ২০০২ সাল নাগাদ সুতানটি পরিষদ বাড়িটির বাইরে একটি মার্বেল ফলকও স্থাপিত করে। নগেন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই বাড়ি এবং রাস্তা কলকাতার এক ঐতিহ্যের নিদর্শনই বহন করছে আজও।
Discussion about this post