৪০ লাখি গাড়ির বাজারে একচেটিয়া দখল করে থাকা টোয়োটা ফর্চুনার (Toyota Fortuner) এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে চলেছে। Skoda তাদের শক্তিশালী অস্ত্র Kodiaq SUV নিয়ে নামছে ভারতের রাস্তায়, যা চলতি বছরেই বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে। টয়োটার সমতুল্য দামে লঞ্চ হলেও, Skoda-র দাবি, তাদের গাড়িতে ব্যবহৃত হয়েছে আরও উন্নত ও আধুনিক প্রযুক্তি। বিশেষজ্ঞদের মতে, Fortuner-এর একচ্ছত্র আধিপত্যে কাঁটা হতে চলেছে Kodiaq, যা গ্রাহকদের নতুন অপশন দেবে এই সেগমেন্টে।

নতুন Kodiaq SUV-এর ডিজাইনে রয়েছে আধুনিকতার ছোঁয়া—LED হেডল্যাম্প, ১৪ ইঞ্চির অ্যালয় হুইল, সি-আকৃতির LED টেইললাইট ইত্যাদি, যা গাড়ির বাহ্যিক সৌন্দর্য্যকে করে তুলেছে নজরকাড়া। ১৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ এই গাড়ির ডিজাইনে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যা প্রিমিয়াম লুকে অভিজাততার ছাপ রাখে। কিন্তু শুধু বাইরেই নয়, ভিতরেও এই গাড়ি সম্পূর্ণরূপে একটি চলমান বিলাসবহুল বাড়ির অভিজ্ঞতা দেয়। কার ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যাপল কারপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, অভ্যন্তরীণ আলো এবং স্বয়ংক্রিয় ম্যাসাজ সিস্টেম—সব মিলিয়ে যাত্রীরা পাবেন সর্বোচ্চ আরাম ও বিনোদন।

নিরাপত্তার ক্ষেত্রেও Skoda Kodiaq কোনও রকম আপস করেনি। গাড়িটিতে রয়েছে ৯টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অ্যান্টি ব্রেকিং সিস্টেম সহ একাধিক অত্যাধুনিক নিরাপত্তা ফিচার। পারফরম্যান্সের দিক থেকেও পিছিয়ে নয় এই SUV—২০১ বিএইচপি শক্তিসম্পন্ন ইঞ্জিন ও ৩২০ এনএম টর্ক সহ ৭ স্পিড গিয়ারবক্স, যা লং ড্রাইভে দেবে দারুণ অভিজ্ঞতা। এক্স-শোরুম মূল্যে এই গাড়ির দাম শুরু হচ্ছে ৪৬ লক্ষ টাকা থেকে এবং অন-রোড প্রাইস দাঁড়াতে পারে প্রায় ৪৮ লক্ষ ৬৯ হাজার টাকায়। সব মিলিয়ে Fortuner-এর জন্য এবার যে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা বলাই যায়।
চিত্র ঋণ – AutoYugg, Car Top News-এর ফেসবুক পেজ
Discussion about this post