রোজই ফেসবুক খুললে একটা না একটা পোস্ট সামনে আসেই যেখানে নির্বিকারে মেয়েদের থেকে ব্যক্তিগত ছবি চেয়ে বসেন কিছু বিকৃত কাম মানুষ। কোথাওবা অযথা গালিগালাজ করে নিজেদের পুরুষত্বের প্রমাণ দেন৷ এবার সেই তালিকাতেই উঠে এল এক বাংলাদেশী যুবকের নাম। আগামী ১৮ অক্টোবর একটি অনলাইন মৌলিক গানের কনসার্টের জন্য ফেসবুকে টিকিট বিক্রির পোস্ট শেয়ার করছিলেন, ওই কনসার্টের অন্যতম সংগঠক পায়েল স্বর্ণকার৷
সেই বিষয়েই পায়েল সঙ্গে কথা শুরু করেন বাংলাদেশের মহম্মদ সুহেব আহমেদ ওরফে মহম্মদ বাহার আহমেদ (ফেক প্রোফাইল)। আর তারপরেই টিকিটের দাম থেকে সোজা তার প্রধান জিজ্ঞাস্য হয়, “আপু আপনার সাথে প্রতিদিন শুতে কত লাগবে, সেটা ডিল হলে ভালো হয়। ” এরপর তিনি ‘সেক্সচ্যাট’,’ব্যক্তিগত ছবি লেনদেন’ সহ আরও প্রস্তাব দিতে থাকেন।
ডেইলি নিউজ রিলের তরফে পায়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করেন, এর আগেও এই ব্যক্তি তাকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতেন, বিরক্ত হয়ে তার আসল প্রোফাইল ব্লক করতেও বাধ্য হন পায়েল। কিন্তু তাতেও লাভ হয়নি। ফেক প্রোফাইল থেকেই ক্রমাগত পায়েলকে বিরক্ত করে গেছেন মহম্মদ সুহেব আহমেদ। অবশেষে সমস্ত ধৈর্য্যের বাধ ভাঙলে পায়েল তার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করে তার বিরুদ্ধে যযথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান। ইতিমধ্যেই কলকাতার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এবং বাংলাদেশ পুলিশে এই ঘটনা জানিয়েছেন পায়েল। কিন্তু এতকিছুর পরেও মন্তব্য করে মহম্মদ জানান পায়েল তার কিছুই করতে পারবেনা। স্বভাবতই ফের প্রশ্ন উঠছে এই সমাজে নারীদের সাইবার নিরাপত্তা নিয়ে।
Discussion about this post