আজকের স্মার্টফোনের মতো রেডিও একসময়ে মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। এখনকার গতিময় জীবনের মাঝে রেডিও যেন কোথাও হারিয়ে যেতে বসেছে। তবু মহালয়ার ভোরে কিংবা কখনও এক ক্লান্ত বিকেলে মনে পড়ে বাড়ির এক কোণে থাকা ধূলোমাখা রেডিওটার কথা। তবে এই পুরনো নস্টালজিয়াকে জাগিয়ে তুলতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। তেমনই এক উদ্যোগের নাম শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্ক ও পি সি প্রাইভেট লিমিটেড।
গত ১৫ আগস্ট এই উদ্যোগের সূচনা হল শ্রীরামপুর আইএমএ ভবনে। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশনার পাশাপাশি ছিল বেতারবাণীটি প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে আলোচনা। শ্রীরামপুর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই নামমাত্র মূল্যে কয়েশ দশক ধরে শ্রীরামপুরবাসীকে দিয়ে আসছেন চিকিৎসা জনিত পরিষেবা। এই অভিনব উদ্যোগে তাঁদের যোগদান যেন তাদের মুকুটে এক নতুন পালক যোগ করল।
এই অভিনব উদ্যোগের অন্যতম উদ্যোক্তা ড. প্রদীপ কুমার দাস ‘ডেইলি নিউজ রিল’কে জানান এই বেতারবাণীর অনুষ্ঠান প্রচারিত হবে ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাদের আয়োজিত অনুষ্ঠানগুলোর মধ্যে যেমন থাকবে স্বাস্থ্য সচেতনতা নিয়ে নানান আলোচনা। তেমনই থাকবে অনলাইন পড়াশোনাকেন্দ্রিক সমস্যা সমাধনের জন্য বিশিষ্ট শিক্ষকদের মতামত। তিনি আরো জানান তাদের অনুষ্ঠানগুলোর তালিকায় থাকবে বিভিন্ন ধরনের গান, নৃত্য, শ্রুতি নাটক ও গল্পপাঠ পরিবেশনা ইত্যাদি। তবে এই চ্যানেলে সম্প্রচারিত নানাবিধ অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষনীয় হয়ে উঠতে পারে বিভিন্ন সাক্ষাৎকারগুলি। থাকবে ঘরে বাইরে সমানভাবে বিজয়িনী নারীদের আত্মকথা, পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান। কেবলমাত্র সাক্ষাৎকার বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা তুলে ধরবেন আঞ্চলিক ঐতিহ্যকেও। উদ্যোক্তারা জানালেন যে তারা সবরকম গঠনমূলক সমালোচনাকেই স্বাগত জানাচ্ছেন, যা তাদের এগিয়ে যাওয়ার পথকেই সুগম করবে। এমন উদ্যোগ আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনবে এমন আশা রাখাই যায়।
Discussion about this post