মহিষাসুরমর্দিনী’র প্রাণ পুরুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে চেনেন না এমন বাঙালির সংখ্যা বোধহয় হাতে গোনা। বাঙালির দুর্গাপুজোর সূচনা হয় মহালয়ায়। আর সেই মহালয়ার সাথে জড়িয়ে রয়েছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের নাম কিন্তু এই মানুষটি পূর্ববঙ্গীয় নাকি পশ্চিমবঙ্গীয় এই নিয়ে কৌতূহল থেকেই যায়। শেকড়ের সন্ধানে বেরিয়ে অবশেষে এই মানুষটির ওপারের ভিটেমাটির সন্ধান মিলল। বাংলাদেশের বৃহত্তর খুলনার সাতক্ষীরা জেলার তালার উথালী গ্রাম।
বাবা কমলকৃষ্ণ ভদ্র কর্মসূত্রে বাংলাদেশের সাতক্ষীরা থেকে উত্তর কলকাতায় স্থায়ী হন। যদিও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র শেকড়ের টানে বৃহত্তর খুলনার সাতক্ষীরার জেলার তালায় উথালী গ্রামে নিয়মিত যাতায়াত করতেন। এমনকি তাঁর বংশধররা আজও ওই গ্রামে বসবাস করেন।সেখানে তাঁর তৈরী দূর্গা মন্দিরটি আজও রয়েছে। দেশ বিভাগের পূর্ব পর্যন্ত তিনি সাতক্ষীরায় আসতেন। পুজোয় নাটকের স্ক্রিপ্ট লিখতেন, নাটকে নির্দেশনা দিতেন আর অসম্ভব ভরাট গলায় চন্ডী পাঠ করতেন।
মহালয়ার প্রাক্কালে ডেইলি নিউজ রিলের হাতে এল কিছু দুর্মূল্য তথ্য। গত অক্টোবরে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে সহকারী হাইকমিশনার শ্রী রাজেশ রায়না পরিবার সহ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পৈতৃক ভিটা এবং তার প্রতিষ্ঠিত দুর্গা মন্দির পরিদর্শনে আসেন। ছবিগুলোয় আপ্নারা দেখতে পাচ্ছেন পূর্বপুরুষের ভিটেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের প্রতিষ্ঠিত দুর্গা মন্দির।
Discussion about this post